নয়া দিল্লি: যারা ব্যাঙ্কে চাকরি করতে আগ্রহী, তাদের জন্য রয়েছে সুখবর। চাকরির দারুণ সুযোগ দিচ্ছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। কেন্দ্রীয় এই ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে স্পেশালিস্ট অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা অনলাইনে সরাসরি পিএনবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারেন। গত ২৪ মে থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ ১১ জুন।
পঞ্জাব ন্যাশনাল ব্য়াঙ্কের তরফে জানানো হয়েছে, মোট ২৪০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
গত ২৪ মে থেকেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ১১ জুন।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না, কেবলমাত্র ব্য়ক্তিগত ইন্টারভিউয়ের মাধ্য়মে কর্মী নিয়োগ করা হবে। মোট ১০০ নম্বর থাকবে ইন্টারভিউয়ে। থাকবে নেগেটিভ মার্কিংও। মোট তিন ধাপে ইন্টারভিউ হবে।
এই শূন্যপদে আবেদন করার জন্য ১১৮০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাত্র ৫৯ টাকা আবেদন ফি দিতে হবে।