কলকাতা : অনেকেই কলেজে বিভিন্ন বিষয় নিয়ে স্নাতক করেন। এর পাশাপাশি সরকারি চাকরির পাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকেন কলেজে পড়াকালীন। এমনিতেই মন্দার বাজার। করোনা মহামারি কাটিয়ে সবেমাত্র ঘুরে দাঁড়াতে শুরু করেছে বিশ্ব। তাও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কোপ এসে পড়েছে ভারতীয় বাজারেও। এই আবহে চাকরির বাজার টলমল। করোনা লকডাউনে চাকরি হারিয়েছেনও একাধিক। এই আবহে সরকারি চাকরির মতো একটি নিরাপদ চাকরির দিকে ঝোঁক থাকে একাধিক মানুষেরই। এবার সেইসব চাকরি প্রার্থীদের জন্য সুখবর। স্টাফ সিলেকশন কমিশন নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ। সমগ্র ভারত জুড়েই নিয়োগ শুরু হয়েছে। ১২ মে থেকেই শুরু হয়ে গিয়েছে আবেদন।
আবেদনের পদ্ধতি :
স্টাফ সিলেকশন কমিশনের এই পদে নিয়োগের জন্য অনলাইনেই আবেদন করতে হবে।
শূন্যপদ :
সিলেকশন পোস্ট পদে নিয়োগ চলছে। পূর্ব রেলওয়ের অধীনে প্রায় ২০৬৫ টি পদে নিয়োগ চলছে। রেলের মধ্যাঞ্চল (CR), উত্তরাঞ্চল (NR) দিল্লি , মধ্যপ্রদেশ (MPR), পূর্বাঞ্চল (ER), কর্নাটক কেরল (KKR), উত্তর-পূর্ব অঞ্চল (NER), উত্তর-পশ্চিম অঞ্চল (NWR), দক্ষিণ অঞ্চল (SR), পশ্চিম অঞ্চল (WR)- এসব অঞ্চলে নিয়োগ হবে।
শিক্ষাগত যোগ্যতা :
এই সিলেকশন পোস্টের মধ্যে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার চাকরি রয়েছে। স্বীকৃত বোর্ডের অধীনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্বীকৃত বিশ্ববিদ্য়ালয় থেকে স্নাতক হলেই মিলবে চাকরি।
বয়সসীমা :
১ জানুয়ারি ২০২২ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫, ২৭ ও ৩০ বছরের মধ্যে।
আবেদনের ফি :
জেনারেল ও ওবিসি ক্যাটেগরির প্রার্থীদের ১০০ টাকা আবদেন ফি দিতে হবে। তফশিলি জনজাতি/উপজাতি/মহিলা/ইএসএম ক্যাটাগরির প্রার্থীদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।
আবেদনের শেষ তারিখ :
১৩ জুন অবধি আবেদন করা যাবে। বিস্তারিত জানতে ক্লিক করুন