Railway Recruitment 2022: ভারতীয় রেলওয়েতে চাকরির দারুণ সুযোগ, একাধিক শূন্যপদে চলছে নিয়োগ, আবেদন করুন এখনই

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 26, 2022 | 8:30 AM

Railway Recruitment 2022: নর্থ ইস্টার্ন রেলওয়ের তরফে জানানো হয়েছে, মোট ২০টি শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ৫ জুলাই।

Railway Recruitment 2022: ভারতীয় রেলওয়েতে চাকরির দারুণ সুযোগ, একাধিক শূন্যপদে চলছে নিয়োগ, আবেদন করুন এখনই
প্রতীকী চিত্র

Follow Us

নয়া দিল্লি: সরকারি চাকরির ক্ষেত্রে সবথেকে বেশি নিয়োগ হয় ভারতীয় রেলওয়েতেই। সারা বছর ধরেই ভারতীয় রেলওয়ের বিভিন্ন পদে নিয়োগ করা হয়। বিগত দুই বছর করোনা সংক্রমণের কারণে এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকলেও, সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই ধীরে ধীরে ফের নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। এবার নর্থ ইস্টার্ন রেলওয়ের তরফে জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। রেলওয়ে অ্যাসোসিয়েশনের তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ২২ জুন থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।

নর্থ ইস্টার্ন রেলওয়ের তরফে জানানো হয়েছে, মোট ২০টি শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ৫ জুলাই। চুক্তিভিত্তিক এই পদে নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়া চলাকালীন নতুন করে চুক্তি তৈরি করা হতে পারে বলেও জানানো হয়েছে।

শূন্যপদের সংখ্যা-
১. জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট- মোট ১৫টি শূন্যপদে নিয়োগ করা হবে।
২. জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (ইলেকট্রিকাল) – মোট ২টি শূন্যপদে নিয়োগ করা হবে।
৩. জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (সিগন্যাল)- মোট ৩টি শূন্যপদে নিয়োগ করা হবে।
উল্লেখ্য, আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীকে অবশ্যই কোনও কেন্দ্রীয় সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সমতুল্য প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।
কীভাবে আবেদন করবেন?
প্রথমেই নর্থ ইস্টার্ন রেলওয়ের ওয়েবসাইট ner.indianrailways.gov.in – এ ক্লিক করতে হবে।
এবার এই সাইটে লগ ইন করে ব্যক্তিগত তথ্য পূরণ করুন।
এবার আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করুন।
ফর্মটি ডাউনলোড করে রাখুন পরবর্তী সময়ে প্রয়োজনের জন্য।
Next Article