Railway recruitment 2022: পূর্ব রেলেওয়েতে ৩ হাজার অ্যাপ্রেন্টিস নিয়োগ, জেনে নিন আবেদনের খুঁটিনাঁটি

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 06, 2022 | 9:30 AM

২৯ অক্টোবর অবধি আবেদন করা যাবে। মোট পদের মধ্যে হাওড়া বিভাগের জন্য ৬৫৯টি, লিলুয়া কর্মশালার জন্য ৬১২টি, শিয়ালদহ বিভাগের জন্য ৪৪০টি পদ।

Railway recruitment 2022: পূর্ব রেলেওয়েতে ৩ হাজার অ্যাপ্রেন্টিস নিয়োগ, জেনে নিন আবেদনের খুঁটিনাঁটি
ছবি: সংগৃহীত

Follow Us

রেলওয়ে রিক্রটমেন্টে সেলের পক্ষ থেকে অ্যাপ্রেন্টিস নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইস্টার্ন রেলওয়েতে ৩১১৫ জনকে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। ২৯ অক্টোবর অবধি আবেদন করা যাবে। মোট পদের মধ্যে হাওড়া বিভাগের জন্য ৬৫৯টি, লিলুয়া কর্মশালার জন্য ৬১২টি, শিয়ালদহ বিভাগের জন্য ৪৪০টি পদ। অন্যান্যদের মধ্যে, কাঁচরাপাড়া ওয়ার্কশপে ১৮৭টি পদ, মালদা বিভাগে ১৩৮টি পদ, আসানসোল ওয়ার্কশপ- ৪১২টি পদ এবং জামালপুর ওয়ার্কশপ ৬৬৭টি পদ রয়েছে। তবে ইচ্ছুকদের মনে রাখতে হবে এটা কোনও চাকরি নয়।

বয়স: সাধারণ চাকরিপ্রার্থীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় মিলবে।

আবেদন ফি: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

আবেদনরে জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের ওয়েবসাইট https://er.indianrailways.gov.in/ এ গিয়ে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন পদ্ধতি এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

Next Article