DU Recruitment 2022: দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ, রয়েছে অনেক শূন্যপদ

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Sep 21, 2022 | 9:30 AM

৮ অক্টোবর অবধি আবেদন করা যাবে। সব মিলিয়ে মোট ৭৩টি পদে কর্মী নিয়োগ করা হবে।

DU Recruitment 2022: দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ, রয়েছে অনেক শূন্যপদ
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ রাম লাল আনন্দ কলেজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কর্মী নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। ৮ অক্টোবর অবধি আবেদন করা যাবে। সব মিলিয়ে মোট ৭৩টি পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীকে colrec.uod.ac.in। বিস্তারিত জেনে নেওয়া যাক…

বিষয়ভিত্তিক শূন্যপদ

বাণিজ্য: ১২টি পদ

কম্পিউটার সায়েন্স: ৭টি পদ

অর্থনীতি: ৪টি পদ

ইংরেজি: ২টি পদ

ভূতত্ত্ব : ৬টি পদ

হিন্দি: ৭টি পোস্ট

ইতিহাস: ১টি পদ

মাইক্রোবায়োলজি: ৫টি পদ

রাষ্ট্রবিজ্ঞান : ৮টি পদ

পরিসংখ্যান: ৪টি পদ

এই পদে আবেদন করতে, এই লিঙ্কে ক্লিক করুন।

শারীরিক শিক্ষা : ১টি পদ

ব্যাচেলর অফ ম্যানেজমেন্ট স্টাডিজ: ৬টি পদ

এনভায়রনমেন্টাল স্টাডিজ: ২টি পদ

গণিত: ৪টি পদ

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদনের জন্য স্নাতকে ৫৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে। সংরক্ষিত প্রার্থীদের বেলায় নম্বরে ৫ শতাংশ ছাড় দেওয়া হবে। বিস্তারিত তথ্য জানতে colrec.uod.ac.in-এ যেতে পারেন অথবা https://www.rlacollege.edu.in/ ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেনষ। ফর্ম পূরণের আগে আবেদনকারীদের বিস্তারিত তথ্য পড়ে দেখার অনুরোধ করা হচ্ছে।

Next Article