ISI Recruitment: মাস গেলে মিলবে মোটা বেতন, কলকাতার সরকারি প্রতিষ্ঠানে চলছে নিয়োগ
ISI Recruitment: কলকাতার ISI তে নিয়োগ করা হচ্ছে। ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই ,করা হবে।
খোদ কলকাতা শহরে কর্মংস্থানের সুযোগ খুলে গেল চাকরি প্রার্থীদের কাছে। আইএসআই কলকাতার তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী সংস্থা:
ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট কলকাতা (Indian Statistical Institute Kolkata)-তে নিয়োগ করা হচ্ছে।
নিয়োগস্থল:
পশ্চিমবঙ্গের কলকাতাতেই কাজ করতে হবে নির্বাচিত প্রার্থীদের।
পদের নাম:
প্রজেক্ট ভিত্তিক কাজ (Project Based Recruitment)
শূন্যপদের সংখ্যা:
মোট ৩ টি পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
এই শূন্য পদে আবেদনের জন্য প্রার্থী এমই বা এম.টেক (ME/M.Tech) করতে হবে। কম্পিউটার সায়েন্স/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ আইটি বা কোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে এম.এসসি করতে হবে প্রার্থীদের।
বয়সসীমা:
২০২২ সালের ১ ডিসেম্বর অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন:
প্রতি মাসে বেতন মিলবে ২৮ হাজার টাকা থেকে ৩৬ হাজার টাকা।
নির্বাচন পদ্ধতি:
ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
ইন্টারভিউস্থলের ঠিকানা:
Rajat Kr. De, Professor In Charge Computer & Communication Sciences Division, Indian Statistical Institute Kolkata
ইন্টারভিউয়ের দিন:
১৬ ডিসেম্বর ইন্টারভিউ নেওয়া হবে।
অফিসিয়াল ওয়েবসাইট:
এই নিয়োগ সম্বন্ধে আরও বিশদে জানতে ক্লিক করুন –