Jobs in Municipality: মাধ্যমিক পাশেই পুরসভায় চাকরি, কোনও লিখিত পরীক্ষা ছাড়াই হবে নিয়োগ

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Nov 22, 2022 | 8:30 AM

Jobs in Municipality: ব্যারাকপুর পুরসভায় কর্মী নিয়োগ করা হচ্ছে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে।

Jobs in Municipality: মাধ্যমিক পাশেই পুরসভায় চাকরি, কোনও লিখিত পরীক্ষা ছাড়াই হবে নিয়োগ
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্য়ে। আর আবেদন করতে কোনও টাকা দিতে হবে না প্রার্থীদের। একবার চাকরি পেলেই প্রতি মাসে বেতন মিলবে ৮০,৮০৩ টাকা।

Follow Us

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আবারও সামনে এল বড় সুযোগ। মাধ্যমিক পাশেই মিলবে চাকরি। কোথায়, কীভাবে মিলবে চাকরি সে বিষয়ে বিস্তারিত জেনে নিন।

পদের নাম (Post Name):

ক্লারিক্যাল অ্যাসিসট্যান্ট (Clerical Assistant) পদে করা হবে নিয়োগ।

শিক্ষাগত যোগ্যতা:

এই পদে আবেদনের জন্য যেকোনও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পাস করতে হবে আবেদনকারীদের। এর পাশাপাশি কম্পিউটার জ্ঞান থাকতে হবে প্রার্থীর। MS Word ও ইন্টারনেটের কাজ জানা থাকতে হবে প্রার্থীদের।

বেতন:

প্রতিমাসে বেতন মিলবে ১০ হাজার টাকা।

পদের নাম:

ক্লারিক স্টাফ (Cleric Staff) (Group-D)

শিক্ষাগত যোগ্যতা :

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অন্তত মাধ্যমিক পাস করতে হবে।

বেতন:

প্রতিমাসে বেতন মিলবে ৫ হাজার টাকা।

বয়সসীমা:

দুটি পদের ক্ষেত্রেই প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে। আর কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী, সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি:

আলাদা করে কোনও আবেদন করতে হবে না প্রার্থীদের।

নির্বাচন পদ্ধতি:

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। ইন্টারভিউয়ের দিন সমস্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যেতে হবে প্রার্থীদের।

ইন্টারভিউয়ের তারিখ:

ক্লারিক্যাল অ্যাসিসট্যান্ট পদে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর এবং ক্লারিক্যাল স্টাফ পদে ইন্টারভিউ হবে ২৪ নভেম্বর।

ইন্টারভিউয়ের সময়:

সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে।

ইন্টারভিউয়ের স্থান:

কনফারেন্স রুম, দ্বিতীয় তল, নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি

 

 

Next Article