সরকারি সংস্থায় কাজ করার স্বপ্ন কে না দেখেন। আর তা যদি কেন্দ্রীয় সরকারের চাকরি হয় তাহলে তো কোনও কথাই নেই। এবার চাকরি প্রার্থীদের জন্য কেন্দ্রীয় সংস্থায় কাজের সুযোগ এসে গেল। মূলত কলকাতার জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোল ইন্ডিয়া লিমিটেড। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র অ্যাডভাইজ়ার পদে নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী সংস্থা:
কোল ইন্ডিয়া লিমিটেডের (Coal India Limited)তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম:
সিনিয়র অ্যাডভাইজ়র (Senior Advisor) পদে নিয়োগ করা হচ্ছে।
শূন্যপদের সংখ্যা:
মাত্র ১ টি পদের জন্য করা হচ্ছে নিয়োগ
যোগ্যতা:
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে আঞ্চলিক রেলওয়েতে কয়লা লোডিং প্রিন্সিপ্যাল চিফ অপারেশনাল ম্যানেজার/ AGM/ GM পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা:
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে।
আবেদনমূল্য:
এই পদে আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না প্রার্থীদের।
আবেদন পদ্ধতি:
অফলাইনে করা যাবে আবেদন। প্রয়োজনীয় নথিপত্র সহ নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। এছাড়াও আবেদনপত্রের সফট কপি ইমেলে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Office of Chief Manager (Pers)/ HOD (EE), CIL Kolkata, Coal Bhawan, Action Area 1A, Newtown, Rajarhat, Kolkata, Pin-700156, West Bengal
ইমেল আইডি:
gmpers.cil@coalindia.in
নির্বাচন পদ্ধতি:
ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য সর্বোত্তম প্রার্থীকে বেছে নেওয়া হবে।
বেতন:
মাসিক ১,০৫,০০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকা।
আবেদনের শেষ তারিখ:
৭ ডিসেম্বর অবধি করা যাবে আবেদন
এই বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন