CMOH Recruitment: ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন, প্রতিদিন বেতন ৩ হাজার টাকা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Nov 15, 2022 | 11:57 AM

CMOH Recruitment: পূর্ব বর্ধমানের CMOH এ নিয়োগ করা হচ্ছে। ১৭ নভেম্বর ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

CMOH Recruitment: ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন, প্রতিদিন বেতন ৩ হাজার টাকা
২০২৩ সালের ১১ জানুয়ারি ইন্টারভিউয়ের দিন নির্ধারিত হয়েছে। iicb.res.in ওয়েবসাইটে গিয়ে এই নিয়োগের সম্বন্ধে বিস্তারিত জানতে পারেন প্রার্থীরা।

Follow Us

রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে ফের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পূর্ব বর্ধমানে এই নিয়োগের বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থার নাম:

চিফ মেডিক্যাল অফিসার অব হেলথ পূর্ব বর্ধমান (CMOH Purba Bardhaman)

পদের নাম:

স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদের সংখ্যা:

মোট ১২ পদে করা হবে নিয়োগ। এর মধ্যে স্পেশ্যালিস্ট (মেডিসিন), স্পেশ্যালিস্ট (পেডিয়াট্রিকস), স্পেশ্যালিস্ট (জি অ্যান্ড ও), স্পেশ্যালিস্ট (অপথ্যালমোলজিস্ট) পদে তিনটি করে শূন্যপদ রয়েছে

নিয়োগস্থল :

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান

শিক্ষাগত যোগ্যতা :

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে কোনও স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস করতে হবে। এর পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রি/ ডিপ্লোমা/ ডিএনবি করতে হবে আবেদনকারীদের।

বয়সসীমা:

২০২২ সালের ১ জানুয়ারি অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে।

আবেদনমূল্য:

এই পদে আবেদনের জন্য কোনও আবেদনমূল্য লাগবে না।

বেতন:

প্রতিদিন ৩ হাজার টাকা।

নির্বাচন পদ্ধতি:

ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

ইন্টারভিউয়ে স্থান:

আরটিসি মিটিং হল, সিএমওএইচ অফিস, খোসবাগান, শ্যাম সায়ের পূর্ব, পূর্ব বর্ধমান

ইন্টারভিউয়ের দিন:

১৭ নভেম্বর ইন্টারভিউয়ের দিন

এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

Next Article