Government Jobs: কেন্দ্রীয় সরকারের সংস্থায় চাকরির সুযোগ, আবেদন করুন এই তারিখের মধ্যে

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 10, 2023 | 8:00 AM

Rail Vikas Nigam Limited Recruitment: রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডেপুটি জেনারেল ম্যানেজার ও জেনারেল ম্যানেজার নিয়োগ করা হচ্ছে। আবেদন করতে হবে ৭ জুনের মধ্যে।

Government Jobs: কেন্দ্রীয় সরকারের সংস্থায় চাকরির সুযোগ, আবেদন করুন এই তারিখের মধ্যে
প্রতীকী ছবি

Follow Us

দেশের একাধিক রাজ্যে নিয়োগ করছে রেল বিকাশ নিগম লিমিটেড (Rail Vikas Nigam Limited)। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। পশ্চিমবঙ্গের কলকাতা, কর্নাটকের হুবলি, তামিলনাড়ুর চেন্নাই ও নয়া দিল্লিতে নিয়োগ করা হবে। অফলাইনেই করতে হবে আবেদন। তবে আবেদনের শেষ তারিখ ৭ জুন। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানুন এই প্রতিবেদন থেকে।

নিয়োগকারী সংস্থা :

রেল বিকাশ নিগম লিমিটেড (Rail Vikas Nigam Limited)

পদের নাম:

জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজার পদে করা হচ্ছে নিয়োগ

মোট শূন্যপদের সংখ্যা:

৪ টি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে

শিক্ষাগত যোগ্যতা:

RVNL-র অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের এই পদে আবেদনের জন্য স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে CA/ ICWA/ CMA, BE/ B.Tech পাশ করতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।

আবেদন মূল্য:

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও আবেদনমূল্য দিতে হবে না।

নির্বাচন পদ্ধতি:

ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

অফলাইনেই করতে হবে আবেদন। প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

Dispatch Section, Ground Floor, August Kranti Bhawan, Bhikaji Cama Place, R.K Puram, New Delhi-110066

আবেদনের শেষ তারিখ:

৭ জুন

জেনারেল ম্যানেজার পদে বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

ডেপুটি জেনারেল ম্যানেজার পদে বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

Next Article