Recruitment in DRDO: ডিআরডিও-তে নবাগতদের কাজের সুযোগ, এই তারিখের মধ্যে করুন আবেদন

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 01, 2023 | 6:57 AM

Recruitment in DRDO: আবেদন পত্র দেখে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের শর্ট লিস্ট করা হবে। এরপর লিখিত পরীক্ষা নেওয়া হবে। কীভাবে আবেদন করতে হবে জেনে নিন।

Recruitment in DRDO: ডিআরডিও-তে নবাগতদের কাজের সুযোগ, এই তারিখের মধ্যে করুন আবেদন
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: ডিআরডিও হল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংস্থা, যাদের হাতে থাকে দেশের প্রতিরক্ষার দায়িত্ব। সেই সংস্থাই দিচ্ছে কাজের সুযোগ। যাঁদের তেমন কোনও অভিজ্ঞতা নেই, কিন্তু এই সেক্টরে কাজ করতে চান, তাঁদের জন্য এটা একেবারে সুবর্ণ সুযোগ। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনেই কাজের সুযোগ পাওয়া যাচ্ছে। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট drdo.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ- ১৪ নভেম্বর।

যোগ্যতা

১. অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করবে ডিআরডিও। ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ব্রাঞ্চে নিয়োগ করা হবে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং- বি টেক বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বি টেক পাশ করলে যোগ্য হিসেবে গণ্য করা হবে। মাসে স্টাইপেন্ড দেওয়া হবে ৯০০০ টাকা।

২. সিভিল ও ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ, কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চ, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটারস ব্রাঞ্চ, মেকানিক্যাল ব্রাঞ্চে নিয়োগ করা হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা, ইলেকট্রিক্যাল
ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা, কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা করা থাকলে যোগ্য হিসেবে ধরা হবে।

কীভাবে নিয়োগ হবে

আবেদন পত্র দেখে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের শর্ট লিস্ট করা হবে। এরপর লিখিত পরীক্ষা নেওয়া হবে।

কীভাবে করবেন আবেদন

অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার সেকশনে ক্লিক করতে হবে। ফর্ম পূরণ করতে হবে অনলাইনেই। সাম্প্রতিক তোলা ছবি, স্বাক্ষর, মার্কশিট জমা করতে হবে। এরপর ফর্মটি পিডিএফ ফাইল করতে হবে। এরপর training.pxe@gov.in- এই ইমেল আইডি-তে ফর্মটি পাঠাতে হবে।

Next Article