India Post GDS Recruitment 2023: দশম পাশেই ভারতীয় ডাক বিভাগে চাকরি, শুরু আবেদন প্রক্রিয়া
India Post GDS Recruitment 2023: ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হচ্ছে। দশম পাশেই এই চাকরির জন্য আবেদন করা যাবে। ১১ জুন অবধি করা যাবে আবেদন।
অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করল ভারতীয় ডাক বিভাগ। কেন্দ্রীয় সরকারের এই চাকরিতে নিয়োগের বড় সুযোগ চাকরি প্রার্থীদের কাছে। গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হচ্ছে। ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই পদের জন্য যোগ্যতা দেখে নিতে পারেন চাকরিপ্রার্থীরা। তাছাড়া এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদন থেকে-
নিয়োগকারী সংস্থা:
ভারতীয় ডাক বিভাগ (India Post)
পদের নাম:
গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak)
শূন্যপদের সংখ্যা:
১২৮২৮ টি
শিক্ষাগত যোগ্যতা:
বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরি প্রার্থীদের এই পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ করতে হবে। ইংরেজি ও গণিতে পাশ করতেই হবে। আর পাশাপাশি প্রার্থীকে দশম শ্রেণি পর্যন্ত আঞ্চলিক পরীক্ষায় পাশ করতে হবে।
বয়সসীমা:
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের হতে হবে।
আবেদন পদ্ধতি:
অনলাইনেই করতে পারবেন আবেদন। এর জন্য ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে প্রার্থীদের।
আবেদনমূল্য:
প্রার্থীদের ১০০ টাকা করে ফি জমা দিতে হবে। তবে সব মহিলা প্রার্থী ও SC/ST/PwD প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।
নির্বাচন পদ্ধতি:
সিস্টেম-জেনারেটেড মেধা তালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। এক্ষেত্রে দশম শ্রেণি বোর্ড পরীক্ষার নম্বরকেও গুরুত্ব দেওয়া হবে।
আবেদন শুরুর তারিখ:
২২ জুন
আবেদনের শেষ তারিখ:
১১ জুন
আবেদনপত্রে সংশোধনের ইউন্ডো খুলবে ১২ জুন। ১৪ জুন পর্যন্ত আবেদনপত্রে সংশোধন করা যাবে।