রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সংস্থায় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্য়ান্ড ইঞ্জিনিয়ার্স (Garden Reach Shipbuilders & Engineers)-র তরফে প্রকাশিত এই নিয়োগের বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী সংস্থার নাম :
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্য়ান্ড ইঞ্জিনিয়ার্স (Garden Reach Shipbuilders & Engineers)
পদের নাম:
ডিজ়াইন অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে।
মোট শূন্যপদের সংখ্যা :
২৪ টি পদের জন্য নিয়োগ করা হবে। ৯ টি ডিজাইন অ্যাসিসট্যান্ট পদে, ১২ টি সুপারভাইজর (S-4 গ্রেড) পদে, ৩ টি সুপারভাইজর (S-1 গ্রেড) পদে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা:
ডিজ়াইন অ্যাসিসটেন্ট পদে নিয়োগের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স/ ইলেকট্রিক্যাল/ টেকনোলজি / ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা করতে হবে প্রার্থীদের।
সুপারভাইজ়ার (S-4 গ্রেড) পদে আবেদনের জন্য প্রার্থীকে মেকানিক্যাল/ সিভিল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করতে হবে।
সুপারভাইজ়ার (S-1 গ্রেড) পদে আবেদনের জন্য প্রার্থীকে ডিপ্লোমা ও স্নাতক করতে হবে।
বেতন:
ডিজ়াইন অ্যাসিসটেন্ট পদে বেতন মিলবে ২৫,৭০০ টাকা থেকে ৯০,০০০ টাকা।
সুপারভাইজ়ার (S-4 গ্রেড) পদে মাসিক বেতন মিলবে ২৯,৩০০ থেকে ১,০২,৬০০ টাকা।
সুপারভাইজ়ার (S-1 গ্রেড) পদে মাস গেলে বেতন মিলবে ২৩,৮০০ টাকা থেকে ৮৩,৩০০ টাকা।
বয়সসীমা:
ডিজ়াইন অ্যাসিসটেন্ট পদে আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
সুপারভাইজ়ার (S-4 গ্রেড) পদে আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৮ বছরের মধ্যে।
সুপারভাইজ়ার (S-1 গ্রেড) পদে আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ২৮ বছর।
আবেদন পদ্ধতি:
SC/ST/PwBD/অভ্যন্তরীণ প্রার্থীদের কোনও আবেদনমূল্য দিতে হবে না।
বাকি প্রার্থীদের আবেদনমূল্য বাবদ অনলাইনে ৪০০ টাকা দিতে হবে।
নির্বাচন পদ্ধতি:
লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ:
২১ নভেম্বর অবধি করা যাবে আবেদন।
এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন
আবেদন করতে ক্লিক করুন