চাকরি প্রার্থীদের বড় সুযোগ। ভারতীয় বায়ু সেনায় গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একাধিক বিভিন্ন পদে করা হবে নিয়োগ। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।
পদের নাম :
আয়া বা ওয়ার্ড সহায়িকা পদে করা হবে নিয়োগ।
শূন্যপদের সংখ্যা :
২ টি পদের জন্য করা হবে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা :
মাধ্যমিক পাসেই করা যাবে আবেদন। পাশাপাশি সংশ্লিষ্ট দফতরে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন :
পে লেভেল ১ অনুযায়ী মিলবে বেতন।
পদের নাম :
সিভিলিয়ান মেক্যানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার
শূন্যপদের সংখ্যা :
২ টি পদের জন্য করা যাবে আবেদন।
শিক্ষাগত যোগ্যতা :
মাধ্যমিক পাসেই করা যাবে আবেদন। এর পাশাপাশি সংশ্লিষ্ট দফতরে দুই বছরের জন্য কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এই পদে আবেদন করার জন্য থাকতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্সও।
বেতন :
পে লেভেল ২ অনুযায়ী মিলবে বেতন।
পদের নাম :
রাঁধুনে (Cook)
শূন্যপদের সংখ্যা :
মোট ৯ টি পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা :
মাধ্যমিক পাসেই করা যাবে আবেদন। পাশাপাশি সংশ্লিষ্ট দফতরে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন :
পে লেভেল ১ অনুযায়ী মিলবে বেতন।
পদের নাম :
হাউস কিপিং স্টাফ (House Keeping Staff)
শূন্যপদের সংখ্যা :
২ টি
শিক্ষাগত যোগ্যতা :
মাধ্যমিক পাসেই করা যাবে আবেদন।
বেতন :
পে লেভেল ১ অনুযায়ী মিলবে বেতন।
বয়সসীমা :
উপরিক্ত সমস্ত পদগুলোর ক্ষেত্রেই আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি সংরক্ষণের নিয়ম অনুযায়ী, সংরক্ষিত প্রার্থীদের জন্য থাকবে বয়সের ছাড়।
আবেদন পদ্ধতি :
প্রয়োজনীয় নথিপত্র সহ নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :
Commandant Command Hospital AF, Agram Post, Bengaluru- 560007
আবেদন করার শেষ তারিখ :
১৮ জুলাই অবধি করা যাবে আবেদন।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন