IISER Recruitment: ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ IISER-এ, কত তারিখের মধ্যে করতে হবে আবেদন?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Nov 30, 2022 | 8:00 AM

IISER Recruitment: IISER- এ করা হচ্ছে নিয়োগ। ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে প্রার্থী নির্বাচন।

IISER Recruitment: ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ IISER-এ, কত তারিখের মধ্যে করতে হবে আবেদন?
ছবি: ফাইল চিত্র

Follow Us

রাজ্যের চাকরি প্রার্থীদের সামনে অনোন্য সুযোগ। কেন্দ্রীয় সংস্থায় কলকাতায় নিয়োগ করা হচ্ছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স অ্য়ান্ড রিসার্চের (Indian Institute of Science Education and Research Kolkata)তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থা:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স অ্য়ান্ড রিসার্চ (Indian Institute of Science Education and Research Kolkata)

পদের নাম:

জুনিয়র প্রজেক্ট অ্য়াসিসট্যান্ট (Junior Project Assistant) পদে করা হবে নিয়োগ। একাধিক ভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:

IISER-র তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে কোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে এম.এসসি পাশ করতে হবে।

বয়সসীমা:

২০২২ সালের ১ ডিসেম্বর অনুযায়ী, প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি:

ইমেলের মাধ্যমে প্রার্থীদের করতে হবে আবেদন।

আবেদন করার ইমেল:

amitkm@iiserkol.ac.in

নিয়োগস্থল:

পশ্চিমবঙ্গের কলকাতা

বেতন:

প্রতি মাসে বেতন মিলবে ১৬ হাজার টাকা।

আবেদন মূল্য:

এই পদে আবেদনের জন্য কোনও আবেদনমূল্য দিতে হবে না।

নির্বাচন পদ্ধতি:

ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে প্রার্থী নির্বাচন।

আবেদনের শেষ তারিখ:

১৫ ডিসেম্বরের মধ্যে করতে হবে আবেদন।

এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন

 

Next Article