India Post Recruitment : ভারতীয় ডাক বিভাগে গ্রুপ সি পদে নিয়োগ চলছে, বেতন ২০ হাজারের কাছাকাছি

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jul 12, 2022 | 8:40 AM

India Post Recruitment : পুনের ভারতীয় পোস্টে নিয়োগ করা হচ্ছে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ৩০ জুলাই অবধি করা যাবে আবেদন।

India Post Recruitment : ভারতীয় ডাক বিভাগে গ্রুপ সি পদে নিয়োগ চলছে, বেতন ২০ হাজারের কাছাকাছি
ফাইল ছবি (সৌজন্যে : PTI)

Follow Us

চাকরি প্রার্থীদের জন্য বড় খবর। ভারতীয় ডাক বিভাগে (Indian Post Office) গ্রুপ সি পদে আবারও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। একাধিক ভিন্ন পদে নিয়োগ চলছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

পদের নাম :

মেক্যানিক মোটর ভেহিকল ও টায়ারম্যান (Mechanic Motor Vehicle And Tyreman)

মোট শূন্যপদ :

মোট ২ টি পদে নিয়োগ করা হবে। এর মধ্যে একটি অসংরক্ষিত প্রার্থীদের জন্য।

শিক্ষাগত যোগ্যতা :

আবেদনকারীকে যেকোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাস করতে হবে। এছাড়াও যেকোনও প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও আবেদনকারীর ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

বয়সসীমা :

১ জুলাই ২০২২ অনুযায়ী, আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরেরমধ্যে হতে হবে।

বেতন :

পে লেভেল ২ অনুযায়ী, মাসিক ১৯ হাজার ৯০০ টাকা বেতন।

আবেদন পদ্ধতি :

আগ্রহী প্রার্থীদের অফলাইনে করতে হবে আবেদন। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সহ তা নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনের ঠিকানা :

The Senior Manager, Mail Motor Service, GPO Compound Pune-411001

আবেদনের শেষ তারিখ :

৩০ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।

নিয়োগ পদ্ধতি :

নথিপত্র যাচাইকরণ ও ইন্টারভিউয়ের পর যোগ্য় প্রার্থীকে বেছে নেওয়া হবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন –

Next Article