সরকারি চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ। আবার এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার অধীনে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনও জেলার বাসিন্দারাই এই নিয়োগের জন্য আবেদন করতে পারেন। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন।
মোট শূন্যপদ :
১৫৬ টি পদের জন্য নিয়োগ করা হচ্ছে।
পদের নাম :
জুনিয়র অ্যাসিসট্যান্ট (Fire Service) পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা :
এই পদে আবেদনের জন্য মাধ্যমিক পাস করতেই হবে আবেদনকারীদের। তারপর ৫০ শতাংশ নম্বর নিয়ে মেকানিক্যাল, অটোমোবাইল বা ফারায়ে তিন বছরের ডিপ্লোমা করতে হবে প্রার্থীদের। তাছাড়া ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করলেও আবেদন করা যাবে। এর জন্য আবেদনকারীর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বেতন :
এই পদে চাকরি পেলে প্রতি মাসে বেতন মিলবে ৩১ হাজার থেকে ৯২ হাজার টাকা।
পদের নাম :
জুনিয়র অ্যাসিসট্যান্ট (Office) পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা :
আবেদনকারীকে স্নাতক পাস করতেই হবে। এছাড়াও এক মিনিটে ৩০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট দফতরে দু’ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন :
প্রতি মাসে ৩১ থেকে ৯২ হাজার টাকা।
পদের নাম :
সিনিয়র অ্যাসিসট্যান্ট (Accounts) পদেও শূন্যস্থান রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা :
এই পদে আবেদনের জন্য বি.কম পাস করতে হবে আবেদনকারীদের। পাশাপাশি কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট দফতরে দু’ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
বেতন :
এই পদে মাসে বেতন মিলবে ৩৬ হাজার টাকা থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা।
আবেদন পদ্ধতি :
অনলাইনেই করা যাবে আবেদন। নিজের মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে ধাপে ধাপে আবেদনপত্র ফিল আপ করতে হবে।
আবেদন ফি :
জেনারেল, ওবিসি, আর্থিকভাবে দুর্বল শ্রেণির প্রার্থীদের ১০০০ টাকা আবেদন ফি বাবদ দিতে হবে। মহিলা, তফসিলি জনজাতি ও উপজাতিদের কোনও ফি দিতে হবে না।
আবেদন করার শেষ তারিখ :
৩০ সেপ্টেম্বর অবধি করা যাবে আবেদন।
নিয়োগ পদ্ধতি :
কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও একটি ট্রেড ভিত্তিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন
আবেদন করতে ক্লিক করুন