Coalfields Ltd Recrutiment:  বেসিক পে ৩৯ হাজার টাকা, কেন্দ্রীয় সংস্থার এই চাকরিতে তাড়াতাড়ি করুন আবেদন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Dec 01, 2022 | 8:10 AM

Coalfields Ltd Recrutiment:  কেন্দ্রীয় সরকারের কোলফিল্ডস লিমিটেডের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক পাশেই এই কেন্দ্রীয় সংস্থায় গ্রুপ সি ও গ্রুপ বি পদে নিয়োগ করা হচ্ছে।

Coalfields Ltd Recrutiment:  বেসিক পে ৩৯ হাজার টাকা, কেন্দ্রীয় সংস্থার এই চাকরিতে তাড়াতাড়ি করুন আবেদন
নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

Follow Us

কেন্দ্রীয় সরকারে চাকরির সুযোগ খুলে গেল রাজ্যের চাকরি প্রার্থীদের কাছে। কেন্দ্রীয় সরকারের কোলফিল্ডস লিমিটেডের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক পাশেই এই কেন্দ্রীয় সংস্থায় গ্রুপ সি ও গ্রুপ বি পদে নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রার্থীরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন। এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থা:

কোলফিল্ডস লিমিটেডের (Coalfields Limited) তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম:

মাইনিং সর্দার (Mining Sirdar)

মোট শূন্যপদের সংখ্যা:

৩৭৪ টি

শিক্ষাগত যোগ্যতা:

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা ডিপ্লোমা করতে হবে। এর পাশাপাশি ওভারম্যান, গ্যাস টেস্টিং ও এইড সার্টিফিকেট থাকতে হবে।

বেতন:

মাসিক বেসিক পে ৩১ হাজার ৮৫২ টাকা।

পদের নাম:

সারেভওর (Surveyor)

মোট শূন্যপদের সংখ্যা:

মোট ৩১ টি পদে করতে হবে আবেদন।

শিক্ষাগত যোগ্যতা:

মাধ্যমিক পাশের পাশাপাশি মাইনিং বা সারভেওর ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা ডিপ্লোমা করতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।

বেতন:

মাসিক বেসিক পে ৩৪,৩৯১ টাকা।

বয়সসীমা:

দুটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী, সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি:

অনলাইনের মাধ্য়মে করতে হবে আবেদন।

আবেদন শুরুর তারিখ:

১ ডিসেম্বর অর্থাৎ আজ থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া।

আবেদনের শেষ তারিখ:

২২ ডিসেম্বর অবধি করা যাবে আবেদন।

আবেদনমূল্য:

অসংরক্ষিত/OBC/EWS প্রার্থীদের আবেদনমূল্য বাবদ ১ হাজার টাকা ধার্য করা হয়েছে। তবে SC/ST/PWD/ESM প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।

নিয়োগ পদ্ধতি:

লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

এই বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন

Next Article