West Bengal Government Jobs : জেলাশাসকের দফতরে নিয়োগ চলছে, মাস গেলে মিলবে মোটা বেতন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jul 01, 2022 | 8:45 AM

West Bengal Government Jobs : পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের অফিসে একাধিক শূন্য পদে চলছে নিয়োগ। ১২ জুলাই ওয়াক-ইন ইন্টারভিউয়ের দিন ঠিক হয়েছে।

West Bengal Government Jobs : জেলাশাসকের দফতরে নিয়োগ চলছে, মাস গেলে মিলবে মোটা বেতন
ছবি সৌজন্যে : গুগল

Follow Us

সরকারি চাকরির অপেক্ষায় অধিকাংশ পড়ুয়া বা চাকরি প্রার্থী অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। তাঁরা জীবনে লক্ষ্য স্থির করেই এগোন যে সরকারি চাকরিকেই কেরিয়ার হিসেবে বেছে নেবেন। সেই উদ্দেশ্যে তপস্যাও শুরু হয়ে যায়। এবার সেইসব চাকরি প্রার্থীদের জন্য রাজ্যেই এল সুযোগ। পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের অফিসে নিয়োগ করা হবে। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থা :

পশ্চিম মেদিনীপুর জেলা শাসক (Paschim Medinipur District Magistrate)

পদের নাম :

সমীক্ষক (Surveyor) ও ক্লার্ক (Clerk) পদে করা হবে নিয়োগ।

মোট শূন্য়পদ :

মোট ৯ টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে।

সমীক্ষক (Surveyor) পদে ৫ জনকে নেওয়া হবে। আর ক্লার্ক (Clerk) নিয়োগের ক্ষেত্রে খালি রয়েছে ৪ টি পদ।

নিয়োগস্থল :

পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলাতে কাজ করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা :

পশ্চিম মেদিনীপুর জেলা শাসক কর্তৃক জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী।

বয়সসীমা :

পশ্চিম মেদিনীপুর জেলা শাসক কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ১ জুলাই ২০২২ এর নিরিখে প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৬৩ বছর।

বেতন :

সমীক্ষকরা মাস গেলে পাবেন ২৭ হাজার টাকা। আর ক্লার্কদের মাসিক বেতন ১০ হাজার টাকা।

আবেদন মূল্য :

এই পদগুলিতে আবেদনের জন্য কোনও ফি লাগবে না।

নির্বাচনের পদ্ধতি :

এই পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমেই যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

কীভাবে করবেন আবেদন :

পশ্চিমবঙ্গের আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ওয়াক-ইন ইন্টারভিউয়ে যোগ দিতে পারেন। ইন্টারভিউয়ের দিন সঙ্গে বায়োডাটা, নিজে সই করা নথিপত্র নিয়ে আসবেন।

ইন্টারভিউয়ের স্থান :
Office of the District Magistrate, Paschim Medinipur

ওয়াক-ইন ইন্টারভিউয়ের দিন :

১২ জুলাই

বিস্তারিত জানতে ক্লিক করুন

Next Article