AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Recruitment News: কেন্দ্রীয় সরকারের চাকরি, BSNL-এ হতে চলেছে এক্সিকিউটিভ পদে নিয়োগ!

BSNL Recruitment: ভারত সঞ্চার নিগম লিমিটেডে ১০০টির বেশি পদের জন্য জারি করা হয়েহে একটি বিজ্ঞপ্তি। আসলে দেশের তরুণ ইঞ্জিনিয়ার ও ফাইন্যান্স পেশাদারদের জন্য এটি একটি দারুণ সুযোগ। জানা গিয়েছে, মোট ১২০টি পদে হতে চলেছে নিয়োগ।

Recruitment News: কেন্দ্রীয় সরকারের চাকরি, BSNL-এ হতে চলেছে এক্সিকিউটিভ পদে নিয়োগ!
বিএসএনএলে এবার চাকরির সুযোগ!Image Credit: Photo by Pradeep Gaur/SOPA Images/LightRocket via Getty Images
| Updated on: Nov 05, 2025 | 4:25 PM
Share

ভারতের সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেডে এবার চাকরির সুযোগ। এই সংস্থায় এবার হতে চলেছে এক্সিকিউটিভ পদে নিয়োগ। ১০০টির বেশি পদের জন্য জারি করা হয়েহে একটি বিজ্ঞপ্তি। আসলে দেশের তরুণ ইঞ্জিনিয়ার ও ফাইন্যান্স পেশাদারদের জন্য এটি একটি দারুণ সুযোগ।

পদের সংখ্যা ও বেতন

জানা গিয়েছে, মোট ১২০টি পদে হতে চলেছে নিয়োগ। এর মধ্যে টেলিকম ক্ষেত্রে হবে ৯৫টি নিয়োগ এবং ফাইন্যান্সের ক্ষেত্রে হবে ২৫টি পদে নিয়োগ।

  • বেতন স্কেল: নির্বাচিত প্রার্থীদের ২৪ হাজার ৯০০ টাকা থেকে ৫০ হাজার ৫০০ টাকার পে স্কেলে নিয়োগ করা হবে।
  • বয়স সীমা: আবেদনকারীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST/OBC সহ অন্যান্য সংরক্ষিত শ্রেণি প্রয়োজনীয় বয়সের ছাড় পাবেন।

যোগ্যতা: ইঞ্জিনিয়ার না কি ফাইন্যান্স?

টেলিকম স্ট্রিমের জন্য আবেদন করতে হলে আপনাকে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা ইলেক্ট্রিক্যালএর মতো কোনও শাখায় ব্যাচেলর ডিগ্রি নিয়ে পাশ করে থাকতে হবে। এ ছাড়াও অন্তত ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।

অন্যদিকে, ফাইন্যান্স স্ট্রিমের জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা CA অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সির বা CMA যোগ্যতা আবশ্যক।

পরীক্ষা পদ্ধতি কী হবে?

এই নিয়োগের ক্ষেত্রে একটি কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি হবে। মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ টেস্ট প্রশ্ন থাকবে। বিএসএনএলের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, পরীক্ষার তারিখ, রেজিস্ট্রেশনের লিঙ্ক এবং আবেদন ফি-র মতো একাধিক গুরুত্বপূর্ণ তথ্য খুব তাড়াতাড়িই প্রকাশিত হবে।