Land Reforms Recruitment: জেলায় ভূমি সংস্কার দফতরে কর্মী নিয়োগ! নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে আবেদন

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jul 31, 2022 | 9:30 AM

Recruitment 2022, Government Jobs, West Bengal jobs, কর্মসংস্থানের এই আকালের মধ্যে যাঁরা চাকরি খুঁজছেন তাদের জন্য বড় সুযোগ নিয়ে এল রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার বিভাগ। পুরুলিয়া জেলায় ভূমি দফতরে সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

Land Reforms Recruitment: জেলায় ভূমি সংস্কার দফতরে কর্মী নিয়োগ! নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে আবেদন
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

কর্মসংস্থানের এই আকালের মধ্যে যাঁরা চাকরি খুঁজছেন তাদের জন্য বড় সুযোগ নিয়ে এল রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার বিভাগ। পুরুলিয়া জেলায় ভূমি দফতরে সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। ১১ অগস্টের মধ্যে আবেদন করতে হবে। আবেদনে ইচ্ছুক প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে যাবতীয় তথ্য জেনে নিন…

শিক্ষাগত যোগ্যতা ও শূন্যপদ: যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে PGDCA/B.Sc/BCA অথবা DOEACC A লেভেল কোর্স করা থাকতে হবে। সফটওয়্যার অ্যাপলিকেশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ১টি শূন্যপদ রয়েছে।

বয়স: ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন: প্রতিমাসে ১৮ হাজার টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: ইচ্ছুকরা অনলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য সরাসরি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল ও মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক।

প্রয়োজনীয় নথি: ১) ঠিকানার প্রমাণপত্র ২) শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ৩) প্রার্থীর বয়সের প্রমাণপত্র ৪) প্রার্থীয় জাতিগত শংসাপত্র ৫) ২ কপি পাসপোর্ট সাইজ ছবি। ৬) ভোটার কার্ড ও আধার কার্ডের জেরক্স কপি

আবেদন করতে ও বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন

Next Article