AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SAIL Recruitment 2023: বোকারো স্টিল প্ল্যান্টে চলছে কর্মী নিয়োগ, এইভাবে করুন আবেদন

SAIL Recruitment 2023: সেইলের বিজ্ঞপ্তি অনুযায়ী,  বোকারো স্টিল প্ল্যান্টে ডিরেক্টর ইন-চার্জ পদে কর্মী নিয়োগ করা হবে। এই শূন্য়পদে আবেদন করার জন্য আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিং স্নাতক হতে হবে। আগ্রহী আবেদনকারীরা অনলাইন ও অফলাইন-উভয় পদ্ধতিতেই আবেদন করতে পারেন।

SAIL Recruitment 2023: বোকারো স্টিল প্ল্যান্টে চলছে কর্মী নিয়োগ, এইভাবে করুন আবেদন
ফাইল চিত্রImage Credit: Twitter
| Edited By: | Updated on: Sep 11, 2023 | 7:30 AM
Share

নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় চাকরির দারুণ সুযোগ। স্টিল অথারিটি অব ইন্ডিয়া লিমিটেডের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেইলের বিজ্ঞপ্তি অনুযায়ী,  বোকারো স্টিল প্ল্যান্টে ডিরেক্টর ইন-চার্জ পদে কর্মী নিয়োগ করা হবে। এই শূন্য়পদে আবেদন করার জন্য আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিং স্নাতক হতে হবে। আগ্রহী আবেদনকারীরা অনলাইন ও অফলাইন-উভয় পদ্ধতিতেই আবেদন করতে পারেন।

স্টিল অথারিটি অব ইন্ডিয়ার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোকারো স্টিল প্ল্যান্টে ডিরেক্টর ইন-চার্জ পদে কর্মী নিয়োগ করা হবে। ৫ বছরের জন্য এই পদে নিয়োগ করা হবে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য-

বেতন-

এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন ১৬ লক্ষ টাকা থেকে ৩৪ লক্ষ টাকা হবে।

শিক্ষাগত যোগ্যতা-

এই শূন্যপদে আবেদন করার জন্য় আবেদনকারীদের সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে।

বয়সসীমা-

এই শূন্য়পদে আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর ধার্য করা হয়েছে।

অভিজ্ঞতা-

এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের বড় কোনও সংস্থায় সিনিয়র স্তরে কমপক্ষে ১০ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে কমপক্ষে ৫ বছর স্টিল ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা-

সেক্রেটারি, পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড, পাবলিক এন্টারপ্রাইজ ভবন, ব্লক-১৪, সিজিও কমপ্লেক্স, লোধি রোড, নয়া দিল্লি-১১০০০৩।