Salar Jung Museum: হায়দরাবাদের বিখ্যাত মিউজিয়ামে বিভিন্ন পদে নিয়োগ, মিলবে মোটা অঙ্কের বেতন

এই নিয়োগের জন্য অফলাইনে আবেদন করতে হবে। সালার জঙ্গ মিউজিয়ামের ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র। আগামী বছর জানুয়ারি মাসের মধ্যে পৌঁছতে হবে আবেদন। সালার জঙ্গ মিউজিয়ামের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন।

Salar Jung Museum: হায়দরাবাদের বিখ্যাত মিউজিয়ামে বিভিন্ন পদে নিয়োগ, মিলবে মোটা অঙ্কের বেতন
সালার জঙ্গ মিউজিয়াম
Follow Us:
| Edited By: | Updated on: Dec 25, 2023 | 6:30 AM

হায়দরাবাদে অবস্থিত দেশের অন্যতম পুরনো মিউজিয়াম হল সালার জঙ্গ মিউজিয়াম। সেখানেই একাধিক পদে লোক নেওয়া হবে। গ্রুপ-এ, গ্রুপ-বি এবং গ্রুপ-সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ওই মিউজিয়াম কর্তৃপক্ষ। সেখানে কোন পদের জন্য কী ধরনের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রয়োজন, বয়সসীমা উল্লেখি হয়েছে।

সালার জঙ্গ মিউজিয়ামে কিউরেটর (এডুকেশন) পদে ১ জন, কিউরেটর (ডিসপ্লে) পদে ১ জন, কিউরেটর (কনজারভেশন) পদে ১ জন, কিউরেটর (ম্যানুস্ক্রিপ্ট) পদে ১ জন, ডেপুটি কিউরেটর পদে ৪ জন, ডেপুটি কিউরেটর (এডুকেশন) পদে ১ জন, ডেপুটি কিউরেটর (কনজারভেশন) পদে ১ জন, অ্যাকাউন্ট্যান্ট পদে ১ জন, সিনিয়র ফোটোগ্রাফার পদে ১ জন, গ্যালারি অ্যাসিস্ট্যান্ট পদে ১ জন এবং ইলেক্ট্রিক্যাল অ্যাটেন্ডার পদে ১ জনকে নিয়োগ করা হবে। কোন পদের জন্য কত বেতন দেওয়া হবে এবং কী ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তা জানতে লিঙ্কে ক্লিক করে দেখুন অফিসয়াল বিজ্ঞপ্তি

এই নিয়োগের জন্য অফলাইনে আবেদন করতে হবে। সালার জঙ্গ মিউজিয়ামের ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র। আগামী বছর জানুয়ারি মাসের মধ্যে পৌঁছতে হবে আবেদন। সালার জঙ্গ মিউজিয়ামের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন।