SBI PO Recruitment : SBI PO-র বেতন কত জানেন!নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তাড়াতাড়ি আবেদন করুন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Sep 23, 2022 | 1:04 AM

SBI PO Recruitment : SBI PO নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ১৬৭৩ টি পদের জন্য নিয়োগ করা হবে।

SBI PO Recruitment : SBI PO-র বেতন কত জানেন!নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তাড়াতাড়ি আবেদন করুন
সিনিয়র ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজর পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে। আর ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজর পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৫৮ বছর।

Follow Us

ব্য়াঙ্কের চাকরির জন্য় অনেকেই প্রস্তুতি নেন। তার জন্য কোনও প্রতিষ্ঠান থেকে প্রস্তুতিও নেন। প্রস্তুতির জন্য দিনরাত এক করে পড়াশোনাও করেন। সেই সব ব্য়াঙ্কের প্রার্থীর জন্য সুখবর। যে সুযোগের জন্য তাঁরা সারা দিনরাত এক করে পড়াশোনা করেন সেই তা এখন দোরগোড়ায়। ভারতীয় স্টেট ব্যাঙ্কের তরফে ২০২২ সালের জন্য এসবিআই প্রবেশনারি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২২ সালের জন্য SBI PO নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থা :

ভারতীয় স্টেট ব্যাঙ্ক (State Bank of India)

পদের নাম :

প্রবেশনারি অফিসার (Probationary Officer)

মোট শূন্যপদ :

মোট ১৬৭৩ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

আবদেন শুরুর তারিখ :

২২ সেপ্টেম্বর

আবেদন করার শেষ তারিখ :

১২ অক্টোবর

অ্যাডমিট কার্ড ডাইনলোডের দিন :

ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে ডাউনলোড করা যাবে

প্রিলিম পরীক্ষার দিন :

১৭ থেকে ২০ ডিসেম্বর

প্রিলিম পরীক্ষার ফলাফল প্রকাশের দিন :

ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে ফল প্রকাশ হতে পারে

মেইনস পরীক্ষা :

ফেব্রুয়ারি মাসে হতে পারে

শিক্ষাগত যোগ্যতা :

কোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্য়ালয় থেকে স্নাতক হলেই করা যাবে আবেদন।

বয়সসীমা :

২১ থেকে ৩০ বছর

বেতন :

বেসিক বেতন ৪১,৯৬০

কীভাবে করবেন আবেদন ?

  • sbi.com.in অফিসিয়াল ওয়েবসাইটে যান
  • পিও নিয়োগ (RECRUITMENT OF PROBATIONARY OFFICERS) লিঙ্কে ক্লিক করুন।
  • এসবিআই ২০২২ রেজিস্ট্রেশন উইন্ডো দেখা যাবে।
  • এবার রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ডের মাধ্যমে রেজিস্টার করুন এবং লগইন করুন।
  • এসবিআই পিও আবেদনপত্র পূরণ করুন এবং নথিপত্র জমা দিন।
  • এসবিআই পিও আবেদন ফি জমা দিন এবং ফর্ম জমা দিন।

 

Next Article