নয়া দিল্লি: চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ব্যাঙ্কে চাকরির এক বড় সুযোগ এনে দিল দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক। অনলাইনেই আবেদন করা যাবে এই সংস্থায়। মোট ৯৪টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। sbi.co.in- এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ১ নভেম্বর, বুধবার থেকেই শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া। ২১ নভেম্বর পর্যন্ত সময় আছে। তার মধ্যেই আবেদন করতে হবে।
যোগ্যতা
অবসর প্রাপ্ত ব্যাঙ্কের আধিকারিকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার কথা আলাদা করে উল্লেখ করা হয়নি। মূলত অভিজ্ঞতার ওপরেই জোর দেওয়া হবে। সিস্টেম সম্পর্কে যাঁর মোটামুটি জ্ঞান আছে, তাঁকেই এই চাকরির সুযোগ দেওয়া হবে।
এই চাকরির আবেদনের জন্য কোনও আবেদন মূল্য দিতে হবে না।
আবেদনের প্রক্রিয়া
ইন্টারভিউ-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। জমা দিতে হবে প্রয়োজনীয় নথি, অ্যালাইনমেন্ট ডিটেলস, পরিচয়পত্র, বয়সের প্রমাণ ইত্যাদি। নথিগুলি ছাড়া কোনও প্রার্থীকেই ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে না।
মেধাতালিকা
ইন্টারভিউ-তে কে কত নম্বর পাচ্ছেন, তার ওপর ভিত্তি করেই প্রার্থী বাছাই করা হবে। তবে ন্যনতম একটি নম্বর ধার্য করা হবে, সেটা পেতেই হবে প্রার্থীকে।