সকল চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। স্টাফ অনেকেই সরকারি চাকরির জন্য মুখিয়ে থাকেন। এবার তাঁদের মনে আশা জাগিয়েই স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission) সিজিএল-র পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হল। মোট ২০ হাজারটি শূন্যপদে এবার নিয়োগ করা হবে। সরকারের বিভিন্ন দফতরে গ্রুপ বি ও গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।
আবেদন শুরুর দিন :
২০২২ সালের ১৭ সেপ্টেম্বর থেকে সিজিএল-র মাধ্যমে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ।
আবেদন শেষের তারিখ:
৮ অক্টোবর রাত ১১ অবধি করা যাবেদন।
এসএসসি সিজিএল-র টায়ার I ও II-র পরীক্ষা :
এই বছরের ডিসেম্বর মাসেই হতে পারে টায়ার I-র পরীক্ষা।
মোট শূন্যপদ :
২০ হাজারটি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা :
কোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে প্রার্থীদের।
বয়সসীমা :
বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন বয়সের প্রার্থীরা আবেদন করতে পারেন। বিস্তারিত জানতে ওয়েবসাইটে যান।
আবেদন ফি :
তফসিলি জনজাতি , উপজাতি, মহিলা, বিশেষভাবে সক্ষম ও প্রাক্তন কর্মীদের জন্য ১০০ টাকা আবেদন ফি।
আবেদন পদ্ধতি :
অনলাইনেই করতে পারেন আবেদন।
বেতন :
বিভিন্ন বেতনক্রমের অধীনে নিয়োগ করা হবে। এর মধ্যে পে লেভেল-৮ (মাসিক ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০), পে লেভেল-৭ (মাসিক ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা), পে লেভেল-৫ (মাসিক ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা) এবং পে লেভেল-৪ (মাসিক ২৫,৫০০ টাকা থেকে ৮১,০০০ টাকা) এর অধীনে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে নিয়োগ করা হবে।
আবেদন করতে যান – ssc.nic.in এ