SBI Recruitment 2023: অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য দারুণ খবর, State Bank of India-এ ৮৬৮ পদে চলছে নিয়োগ, আবেদন করুন এখনই
SBI Recruitment 2023: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, মোট ৮৬৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক অফিসারদের বিজনেস কোরেসপন্ডেন্ট ফেসিলিটেটর পদে নিয়োগ করা হবে।
নয়া দিল্লি: অবসর গ্রহণের পরও যারা চাকরি করতে চান, তাদের জন্য সুখবর। এবার অবসরপ্রাপ্ত কর্মীরাও পাবেন ব্যাঙ্কে কাজ করার সুযোগ। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। স্টেট ব্য়াঙ্কের তরফে জানানো হয়েছে, বিজনেস কোরেসপন্ডেন্ট ফেসিলিটেটর পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ৩১ মার্চ অবধি আবেদন করা যাবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in- এ গিয়ে আবেদন করতে পারবেন।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, মোট ৮৬৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক অফিসারদের বিজনেস কোরেসপন্ডেন্ট ফেসিলিটেটর পদে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ-
আগামী ৩১ মার্চ অবধি এই শূন্যপদে আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা-
যেহেতু অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগ করা হবে, তার জন্য় কোনও নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করা হয়নি।
অভিজ্ঞতা-
আবেদনকারীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
নির্বাচন পদ্ধতি-
আবেদনকারীদের অভিজ্ঞতা ও যোগ্যতার উপরে ভিত্তি করে শর্টলিস্টিং এবং তার পরের ধাপে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। এসবিআই-র তরফেই শর্টলিস্টিং কমিটি তৈরি করা হবে এবং প্রার্থীদের যোগ্যতার মাপকাঠিও তারাই ধার্য করে দেবেন।