কলকাতা: এই মুহূর্তে গোটা দেশেই কর্মসংস্থানের ঘাটতি রয়েছে। পরিস্থিতি এমনই যে কোথাও কোনও শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি বের হলে একটি পদে অসংখ্য চাকরি প্রার্থী আবেদন করেন। এই অবস্থায় রাজ্যের ডি.এল.এড কলেজে অতিথি শিক্ষক পদে নিয়োগ করা হবে। পুরুলিয়ার জেলার একটি কলেজের সম্পূর্ণ চুক্তি ভিত্তিতে অতিথি শিক্ষক পদে নিয়োগ করা হবে। কোন কোন বিষয়ে হবে নিয়োগ এবং শিক্ষাগত যোগ্যতা কী, এক নজরে দেখে নেওয়া যাক…
শূন্যপদ: সব মিলিয়ে ৩টি শূন্যপদ রয়েছে। বাংলা, ইংরেজি ও অঙ্ক বিষয়ে ১ জন করে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য বিজ্ঞান/কলা/সমাজ বিজ্ঞান বিষয়ে ৫৫ শতাংশ নম্বর স্নাতকোত্তর পাশ হতে হবে। এছাড়া শিক্ষক পদে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: প্রতি ক্লাসের জন্য ৪০০ টাকা করে দেওয়া হবে। ক্লাসের সময়সীমা ১ ঘণ্টা।
আবেদন পদ্ধতি: অফলাইনে আবেদন করা যাবে। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে, প্রয়োজনীয় নথিপত্র যোগ করে খামে ভরে সংশ্লিষ্ট দফতরে জমা দিতে হবে। ২২ জুলাই অবধি আবেদন করা যাবে।
আবেদন জমা দেওয়ার ঠিকানা- Office of the DIET (Main Campus), Bonhbari, Purulia, Pin- 723147
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।