Guidelines: দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের হোমওয়ার্ক থাকবে না, জারি নয়া নির্দেশিকা
প্রাক-প্রাথমিক পড়ুয়াদের স্কুল ব্যাগ থাকবে না, ব্যাগেরও ওজন বেঁধে দিল ওয়াকফ বোর্ড

শ্রীনগর: জাতীয় শিক্ষানীতি ২০২০ (NEP 2020) এর আওতায় শিক্ষা ব্যবস্থায় অনেক পরিবর্তন আনা হচ্ছে। খুদে পড়ুয়াদের এবার দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের কোনও হোমওয়ার্ক থাকবে না। আর প্রাক-প্রাথমিক অর্থাৎ আন্ডার কেজি (UKG) এবং নার্সারির পড়ুয়াদের কোনও স্কুল ব্যাগ থাকবে না। সম্প্রতি কাশ্মীর ওয়াকফ বোর্ড (Kashmir Waqaf Board) তার আওতাধীন স্কুলগুলির জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। স্কুল ব্যাগের ওজন কত হবে, সেটিও ধার্য করে দেওয়া হয়েছে।
কাশ্মীর ওয়াকফ বোর্ডের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের কোনও হোমওয়ার্ক থাকবে না। এমনকি আন্ডার কেজি এবং নার্সারির পড়ুয়াদের কোনও স্কুল ব্যাগ থাকবে না। স্কুল ব্যাগের ওজন স্থির করে বলা হয়েছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিশুদের স্কুল ব্যাগের ওজন শুধুমাত্র ১.৬ থেকে ২.২ কেজি হবে। ৬ষ্ঠ, ৭ম বা ৮ম শ্রেণির শিক্ষার্থীদের ২ থেকে ৩ কেজির স্কুল ব্যাগের ওজন হবে। নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ২.৫ কেজি থেকে ৫ কেজি পর্যন্ত স্কুল ব্যাগের ওজন হবে।
এছাড়া প্রতিদিন ৩০ মিনিটের মোট ৬টি পিরিয়ড থাকবে। যার মধ্যে থাকবে ইংরেজি, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান এবং উর্দু। ষষ্ঠ পিরিয়ডটি ঐচ্ছিক বিষয়ের হবে। যেমন, কম্পিউটার, কাশ্মীরি, আরবি, ইসলামিয়াত, সুফি সাধক সাহিত্য শেখানোর জন্য ব্যবহৃত হবে। এছাড়া আন্তঃ-স্কুল সহ-পাঠ্যক্রমিক এবং ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রতিটি বিদ্যালয়ে বিশেষ ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।
