রাজ্যের চাকরি প্রার্থীদের সামনে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থায় চাকরির বড় সুযোগ। কলকাতায় শ্যামা প্রসাদ মুখার্জী পোর্টে নিয়োগ করা হচ্ছে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। কোন যোগ্যতায় এই পদে আবেদন করা যাবে? এই বিভিন্ন বিষয়ে জেনে নিন বিস্তারিত।
নিয়োগকারী সংস্থার নাম:
শ্যামা প্রসাদ মুখার্জী পোর্ট (Syama Prasad Mookerjee Port)
পদের নাম:
৬ টি পদে জিডিএমও (GDMO), ২ টি পদে সুরক্ষা ও দূষণ বিরোধী আধিকারিক (Safety & Anti-Pollution Officer) এবং ১ টি পদে ডাইভিং আধিকারিক (Diving Officer) নিয়োগ করা হচ্ছে।
মোট শূন্যপদের সংখ্যা:
মোট ৯ টি পদের জন্য নিয়োগ করা হবে।
নিয়োগস্থল:
কলকাতা
শিক্ষাগত যোগ্যতা:
বিজ্ঞপ্তি অনুযায়ী, GDMO পদের জন্য প্রার্থীদের MBBS করতে হবে। সুরক্ষা ও দূষণ বিরোধী আধিকারিক পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে BE/B.Tech, কেমিস্ট্রি বা অ্যাপ্লায়েড কেমিস্ট্রিতে স্নাতকোত্তর করতে হবে।
বয়সসীমা:
GDMO পদে আবেদন করতে প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৫০ হতে হবে। সুরক্ষা ও দূষণ বিরোধী আধিকারিক পদে সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর। আর ডাইভিং অফিসার পদে প্রার্থীদের বয়স ৪৫ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন।
বেতন:
GDMO পদে মাসিক বেতন ৮২,২০২ টাকা।
সুরক্ষা ও দূষণ বিরোধী আধিকারিক পদে মাসিক বেতন ৫০,০০০ টাকা।
ডাইভিং অফিসার পদে মাস গেলে বেতন মিলবে ৪৫,০০০ টাকা।
আবেদনমূল্য:
কোনও আবেদনমূল্য দিতে হবে না এই পদে আবেদনের জন্য।
আবেদন প্রক্রিয়া:
ইমেল মারফত আবেদন করতে হবে ইচ্ছুক প্রার্থীদের। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হল careers.kds@kolkataporttrust.gov.in
নির্বাচন পদ্ধতি:
ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে যোগ্য প্রার্থীদের।
আবেদনের শেষ তারিখ:
২৫ জানুয়ারির মধ্যে করতে হবে আবেদন।
সুরক্ষা ও দূষণ বিরোধী আধিকারিক পদে বিজ্ঞপ্তি
GDMO পদে বিজ্ঞপ্তি
ডাইভিং অফিসার পদে বিজ্ঞপ্তি