TET 2023: টেট পরীক্ষার দিন ঘোষিত, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া জানুন
Primary Teachers Recruitment 2023: মোট ১৫০ নম্বরের টেট পরীক্ষা হবে। তার মধ্যে পরীক্ষার্থীদের টেট-এ অন্তত ৬০ শতাংশ নম্বর পেতে হবে। এসসি, এসটি, ওবিসি, বিশেষভাবে সক্ষম, এক্সেম্পটেড ক্যাটেগরি, এক্স-সার্ভিসম্যান ক্যাটেগরি এবং Die-in-harness ক্যাটেগরিদের ক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বর পেতে হবে।

কলকাতা: পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট (Primary TET) পরীক্ষা হতে চলেছে অবশেষে। এই বিষয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন (west bengal board of primary education)। ১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। পরীক্ষা হবে আগামী ১০ ডিসেম্বর। টিচার এলিজিবিলিটি টেস্ট (TET)-এর জন্য কী কী যোগ্যতা লাগবে জেনে নিন।
যোগ্যতা
উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নম্বর এবং এলিমেন্টারি এডুকেশনে ২ বছরের ডিপ্লোমা থাকতে হবে। অথবা সিনিয়ার সেকেন্ডারি বা সমতুল পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নম্বর এবং ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন (B.El.Ed.)-এ ৪ বছরের ডিগ্রি থাকতে হবে। অথবা সিনিয়ার সেকেন্ডারি বা সমতুল পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নম্বর এবং স্পেশাল এডুকেশন (যে কোর্সটি Rehabilitation Council of India দ্বারা অনুমোদিত)-এ ডিপ্লোমা থাকতে হবে। অথবা স্নাতক পাশ এবং এলিমেন্টারি এডুকেশনে ২ বছরের ডিপ্লোমা থাকতে হবে।
তবে SC, ST, OBC এবং এক্সেম্পটেড ক্যাটেগরি, এক্স-সার্ভিসম্যান ক্যাটেগরি, বিশেষভাবে সক্ষম অথবা Die-in-harness ক্যাটেগরির চাকরিপ্রার্থীদের জন্য নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় রয়েছে অর্থাৎ ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর পেতে হবে।
এছাড়া NCTE অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাঁরা ২ বছরের D.El.ED. কোর্সের ফাইনাল পরীক্ষা দিয়েছেন কিন্তু এখনও ফল বেরোয়নি অথবা NCTE অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাঁরা ৪ বছরের ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন (B.El.Ed.)-এর ফাইনাল পরীক্ষা দিয়েছেন অথবা RCI অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাঁরা ২ বছরের D.Ed (Special Education) কোর্সের ফাইনাল পরীক্ষা দিয়েছেন কিন্তু ফলপ্রকাশ হয়নি অথবা যাঁরা D.El.Ed/ D.Ed (Special Educaton) / ৪ বছরের B.El.ED পাঠক্রমে রয়েছেন, তাঁরাও TET 2023 পরীক্ষায় বসতে পারবেন না।
আবেদনের শেষ তারিখ
১৪ সেপ্টেম্বরে সন্ধ্যা ৭টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে চলবে আগামী ৪ অক্টোবরের রাত ১২টা পর্যন্ত। আর ৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ফর্মের টাকা জমা দেওয়া যাবে।
পরীক্ষার ফি
টেট পরীক্ষার জন্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্য়াঙ্কিংয়ের মাধ্যমে অনলাইনে ফি দেওয়া যাবে। জেনারেল বা সাধারণ বিভাগের জন্য পরীক্ষার ফি ৫০০ টাকা, OBC প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ৪০০ টাকা এবং SC, ST, বিশেষভাবে সক্ষম এবং এক্সেম্পটেড ক্যাটেগরির জন্য় পরীক্ষার ফি ২৫০ টাকা।
কোন ভাষায় পরীক্ষা হবে?
আবেদনকারীদের প্রথম ভাষা হিসেবে একটি ভাষা বেছে নিতে হবে। বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, ওড়িয়া এবং তেলুগুর মধ্যে একটি বেছে নিতে হবে। আর সবার ক্ষেত্রেই দ্বিতীয় ভাষা হবে ইংরেজি।
কাট অফ মার্কস
মোট ১৫০ নম্বরের টেট পরীক্ষা হবে। তার মধ্যে পরীক্ষার্থীদের টেট-এ অন্তত ৬০ শতাংশ নম্বর পেতে হবে। SC, ST, OBC, বিশেষভাবে সক্ষম, এক্সেম্পটেড ক্যাটেগরি, এক্স-সার্ভিসম্যান ক্যাটেগরি এবং Die-in-harness ক্যাটেগরিদের ক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বর পেতে হবে।
আরও বিস্তারিত জানতে প্রার্থীরা WBBPE-এর অফিসিয়াল ওয়েবসাইটে https://wbbprimaryeducation.org দেখুন।
