নয়া দিল্লি: চাকরির জন্য হন্য়ে হয়ে ঘুরছেন? তবে আপনার জন্য সুখবর। কর্মীনিয়োগের ঘোষণা করল টাইটান কোম্পানি (Titan Company)। মঙ্গলবারই টাইটান কোম্পানির তরফে ৩ হাজার কর্মী নিয়োগের ঘোষণা করা হয়। আগামী ৫ বছর ধরে এই নিয়োগ করা হবে। ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, লাক্সারি, ডিজিটাল, ডেটা অ্যানালিটিক্স, মার্কেটিং ও সেলস সহ একাধিক বিভাগে কর্মী নিয়োগ করা হবে।
টাইটান সংস্থার তরফে জানানো হয়েছে, ডেটা অ্যানালিটিক্স, সাইবার সিকিউরিটি, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ নতুন প্রজন্মের কর্মীদের নিয়োগ করতে আগ্রহী সংস্থা। বিবৃতিতে টাইটান জানিয়েছে, আগামী ৫ বছরের মধ্যে ১ লক্ষ কোটির ব্যবসায় পরিণত হতে চলেছি আমরা। এই লক্ষ্যেই আগামী ৫ বছরে ৩ হাজার দক্ষ কর্মী নিয়োগ করা হবে। এতে সংস্থার উন্নয়ন ও উদ্ভাবনে গতি আসবে এবং ইন্ডাস্ট্রিতে আমাদের অবস্থান আরও মজবুত হবে।
টাইটানের মানব সম্পদ বিভাগের প্রধান জানান, সংস্থা মোট কর্মীর ৬০ শতাংশই বিভিন্ন মেট্রো শহরে রয়েছেন এবং বাকি ৪০ শতাংশ কর্মী টায়ার ২ ও টায়ার ৩ শহরে বসবাস করেন। বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, তার দিকেও জোর দিচ্ছে টাইটান।
আগামী দুই-তিন বছরের মধ্যে টাইটান ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মী সংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করেছে।
উল্লেখ্য, টাটা গ্রুপ ও তামিলনাড়ু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি সংস্থা টাইটান। তানিষ্ক, মিয়া, ফাসট্রাক, ইভপ্লাস, তানেইরা, স্কিন ও ক্যারেটলেনও টাটার অধীনস্থ।