Exam date: UGC NET এবং CUET PG পরীক্ষার দিন ঘোষিত, কবে পরীক্ষা জানুন
Exam date: প্রতি বছর লক্ষ লক্ষ প্রার্থী UGC NET পরীক্ষায় অংশগ্রহণ করেন। নতুন শিক্ষানীতি ২০২০ অনুসারে, UGC NET পাশকে সহকারী অধ্যাপকের জন্য ন্যূনতম যোগ্যতা হিসাবে বিবেচনা করা হয়েছে। ফলে যাদের কলেজে অধ্যাপনার ইচ্ছা রয়েছে, তাদের বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।
নয়া দিল্লি: ইউজিসি-র NET এবং CUET পিজি পরীক্ষার দিন ঘোষিত হল। মঙ্গলবারই ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) টুইট করে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে পরীক্ষার দিন ঘোষণা করেছে। এনটিএ-র জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জুন মাসে UGC NET পরীক্ষা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট অর্থাৎ CUET-র পিজি পরীক্ষা ২০২৪ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে।
UGC NET ২০২৪ পরীক্ষা কবে হবে?
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এম জগদীশ কুমারের মতে, UGC NET ২০২৪-২৫ পরীক্ষা আগামী বছর জুন মাসে অনুষ্ঠিত হবে। আগামী বছর জুন মাসের ১০ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত পরীক্ষা হবে। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in দেখুন।
National Testing Agency(NTA) releases Examination Calendar for Academic Year 2024-25 for some major examinations. pic.twitter.com/3m5BXaVzUY
— National Testing Agency (@NTA_Exams) September 19, 2023
CUET PG ২০২৪ পরীক্ষা কবে হবে?
২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য CUET PG পরীক্ষা আগামী বছর মার্চ মাসে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে ১১ মার্চ, ২০২৪ তারিখে এবং ২৮ মার্চ, ২০২৪ তারিখে পরীক্ষা শেষ হবে।
CUET-PG for 2024-25 academic session will be conducted from March 11 to 28: UGC Chairman M Jagadesh Kumar
— Press Trust of India (@PTI_News) September 19, 2023
প্রসঙ্গত, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য UGC NET পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষাটি পাশ করলে পিএইচডি-তে ভর্তি হওয়া যায়। বছরে দুবার এই পরীক্ষা নেওয়া হয়। প্রথম পরীক্ষা হয় মে-জুন মাসে। আর দ্বিতীয় পরীক্ষা হয় ডিসেম্বর-জানুয়ারি মাসে।
প্রতি বছর লক্ষ লক্ষ প্রার্থী UGC NET পরীক্ষায় অংশগ্রহণ করেন। নতুন শিক্ষানীতি ২০২০ অনুসারে, UGC NET পাশকে সহকারী অধ্যাপকের জন্য ন্যূনতম যোগ্যতা হিসাবে বিবেচনা করা হয়েছে। ফলে যাদের কলেজে অধ্যাপনার ইচ্ছা রয়েছে, তাদের বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। অন্যদিকে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি পেতে CUET-PG পরীক্ষা হয়।