IB Recruitment 2023: মাধ্যমিক পাশেই স্বরাষ্ট্র মন্ত্রকে চাকরির সুযোগ, মিলবে মোটা বেতনও, আবেদন করুন এখনই

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 30, 2023 | 11:12 AM

IB Recruitment 2023: মোট ১৬৭৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এরমধ্যে জেনারেল শ্রেণির জন্য ৮২৩টি পদ, ওবিসির জন্য ৩০৬টি পদ, বিশেষভাবে সক্ষমদের জন্য ১৬৭টি পদ, জনজাতির জন্য ২৫৬টি ও উপজাতির জন্য ১১৯টি শূন্যপদ ধার্য করা হয়েছে।

IB Recruitment 2023: মাধ্যমিক পাশেই স্বরাষ্ট্র মন্ত্রকে চাকরির সুযোগ, মিলবে মোটা বেতনও, আবেদন করুন এখনই
ফাইল চিত্র

Follow Us

দুর্দান্ত রেজাল্ট, খুব স্মার্ট, তাও মন মতো চাকরি পাচ্ছেন না? তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Union Home Ministry) তরফে ইন্টেলিজেন্স ব্যুরো(Intelligence Bureau)-তে চলছে কর্মী নিয়োগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সিকিউরিটি, এগজেকিউটিভ ও মাল্টি-টাস্কিং স্টাফ, জেনারেল পোস্টে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন্টেলিজেন্স ব্যুরোয় একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। মোট ১৬৭৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এরমধ্যে সিকিউরিটি অ্যাসিস্টেন্ট, সিকিউরিটি এগজেকিউটিভ, মাল্টি টাস্কিং স্টাফ, জেনারেল পদে কর্মী নিয়োগ করা হবে।

আগ্রহী আবেদনকারীরা সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের অফিশিয়াল ওয়েবসাইট  mha.gov.in – এ লগ ইন করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ-

গত ২৮ জানুয়ারি থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি অবধি এই শূন্যপদে আবেদন করা যাবে।

শূন্যপদের সংখ্যা-

মোট ১৬৭৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এরমধ্যে জেনারেল শ্রেণির জন্য ৮২৩টি পদ, ওবিসির জন্য ৩০৬টি পদ, বিশেষভাবে সক্ষমদের জন্য ১৬৭টি পদ, জনজাতির জন্য ২৫৬টি ও উপজাতির জন্য ১১৯টি শূন্যপদ ধার্য করা হয়েছে।

বয়সসীমা-

স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে জনজাতি-উপজাতির জন্য বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা-

আবেদনকারীকে অবশ্যই সরকার স্বীকৃত কোনও বোর্ড থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

নির্বাচন পদ্ধতি-

লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

আবেদন ফি-

এই শূন্যপদে আবেদনের জন্য ৫০ টাকা পরীক্ষার ফি ও ৪৫০ টাকা প্রসেসিং চার্জ  জমা দিতে হবে।

Next Article