ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ৪ অক্টোবর সন্ধে ৬টা অবধি এই পদে আবেদন করা যাবে। আগ্রহী চাকরিপ্রার্থীরা www.upsc.gov.in and upsconline.nic.in এই দুই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। ১২ অক্টোবর অবধি আবেদনপত্র প্রত্যাহার করা যাবে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে ১৯ ফেব্রয়ারি প্রিলিমিনারি পরীক্ষা হবে।
আবেদন ফি: মহিলা ও সংরক্ষিত প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না। এছাড়া ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ২০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
আবেদন পদ্ধতি
প্রথমে ইউপিএসসির ওয়েবসাইটে চলে যেতে হবে।
হোমপেজে one time registration-এ ক্লিক করতে হবে।
নিজের নাম নথিভুক্ত করতে হবে।
লগ ইন করে ESE Prelims 2023 লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি জমা দিতে হবে।
আবেদনপত্র ডাউনলোড করে ভবিষ্যতে ব্যবহারের জন্য প্রিন্টআউট করে রাখতে হবে।
বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।