নয়া দিল্লি: সরকারি চাকরি যাদের স্বপ্ন, তাদের জন্য রয়েছে সুখবর। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি-র তরফে প্রকাশ করা হল। সিনিয়র অ্য়াডমিনিস্ট্রেটিভ অফিসার সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ গিয়ে আবেদন জানাতে পারেন।
ইউপিএসসির তরফে জানানো হয়েছে, মোট ৫৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই শূন্যপদে আবেদন জানানোর শেষ তারিখ ১০ অগস্ট।
অ্যারোনটিক্যাল অফিসার- মোট ২৬টি শূন্যপদে নিয়োগ করা হবে।
প্রিন্সিপাল সিভিল হাইড্রোগ্রাফিক অফিসার- ১টি শূন্যপদে নিয়োগ করা হবে।
সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার গ্রেড-২ – মোট ২০টি শূন্যপদে নিয়োগ করা হবে।
সায়েন্টিস্ট- ৭টি শূন্যপদে নিয়োগ করা হবে।
অ্য়াসিস্টেন্ট জিওফিজিসিস্ট- ২টি শূন্যপদে নিয়োগ করা হবে।
এই শূন্যপদে আবেদন করার জন্য মাত্র ২৫ টাকা আবেদন ফি জমা দিতে হবে। এর জন্য এসবিআই-র কোনও ব্রাঞ্চে গিয়ে নগদ বা অনলাইনে ভিসা, মাস্টার, রুপে, ক্রেডিট, ডেবিট বা ইউপিআই পেমেন্ট করতে পারেন। তবে জনজাতি, উপজাতি, মহিলা ও বিশেষভাবে সক্ষমদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।