কলকাতা: পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে এক দারুণ সুযোগ। রাজ্য সরকারের বিদ্যুৎ দফতরে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। শিক্ষানবীশ পদে নিয়োগ করা হবে একাধিক কর্মীকে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট- wbpdcl.co.in -এ গিয়ে আবেদন জানাতে পারেন। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু করা হয়েছে। আগামী ২৭ জুন অবধি আবেদনপত্র জমা দেওয়া যাবে। কীভাবে আবেদন করবেন, জেনে নিন-
পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেডের তরফে জানানো হয়েছে, মোট ৬০ টি শূন্যপদে নিয়োগ করা হবে। এরমধ্যে ৩০ টি শূন্যপদ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবীশ। যারা ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক পাশ করেছেন, তাদের এই পদে নিয়োগ করা হবে। যারা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছেন, তাদের বাকি ৩০টি শূন্যপদে নিয়োগ করা হবে।
বয়সসীমা–
আবেদনকারীর ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স ২০২২ সালের ১ জুন অনুযায়ী ২৫ বছর হতে হবে।
কীভাবে আবেদন করবেন?
প্রথমেই পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট wbpdcl.co.in -এ যেতে হবে।
এরপরে কেরিয়ার ট্যাবে ক্লিক করতে হবে।
এবার একটি অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, তা পূরণ করতে হবে।
প্রয়োজনীয় নথিও আপলোড করতে হবে।
ফর্ম জমা দেওয়ার পর আবেদনপত্রের প্রিন্ট আউট বের করতে হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে