WBPSC Recruitment 2022 : রাজ্যে একাধিক পদে শিক্ষক নিয়োগ, মাসিক বেতন ২ লক্ষের কাছাকাছি

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jul 18, 2022 | 9:30 AM

WBPSC Recruitment 2022 : রাজ্যে প্রফেসর, প্রিন্সিপ্যাল সহ একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। ১ অগাস্ট অবধি করা যাবে আবেদন।

WBPSC Recruitment 2022 : রাজ্যে একাধিক পদে শিক্ষক নিয়োগ, মাসিক বেতন ২ লক্ষের কাছাকাছি
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

ছোটো থেকেই অনেকে শিক্ষক-শিক্ষিকা বা অধ্যাপক ও অধ্যাপিকাদের জায়গায় দেখতে চেয়েছিলেন। তারপর শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত হওয়ার দিকেই মনোনিবেশ করেছিলেন। যাঁদের ধ্যান-জ্ঞান সবটাই এই পেশাকে ঘিরে তাঁদের জন্য এবার বড় সুযোগ। রাজ্য়ে একাধিক শিক্ষক-শিক্ষিকা পদে নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থা :

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)

পদের নাম :

প্রিন্সিপ্যাল, প্রফেসর ও ভাইস প্রিন্সিপ্যাল, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিসট্যান্ট প্রফেসর, টিউটর পদে নিয়োগ করা হচ্ছে।

শূন্যপদ :

মোট ১৭ টি পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা :

প্রিন্সিপ্যাল, প্রফেসর ও ভাইস প্রিন্সিপ্যাল, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে আবেদনের জন্য নার্সিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি করতে হবে। টিউটর পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীকে কোনও স্বীকৃপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে নার্সিংয়ে স্নাতকোত্তর করতে হবে বা নার্সিংয়ে স্নাতক হলেো করা যাবে আবেদন। এর পাশাপাশি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত কোনও কলেজে ২ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা:

প্রিন্সিপ্যাল পদে আবেদনের জন্য সর্বাধিক বয়স ৫৫ হতে হবে। প্রফেসর ও ভাইস প্রিন্সিপ্যাল, অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। অ্যাসিসট্যান্ট প্রফেসর পদের জন্য সর্বাধিক বয়স ৩৬ বছর।

বেতন :

প্রিন্সিপ্যাল পদে মাসিক বেতন ৯৫,১০০ থেকে ১,৪৮,০০০ পর্যন্ত। প্রফেসর ও ভাইস প্রিন্সিপ্যালের এবং অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য ৬৭,৩০০-১,৭৩,২০০। অ্যাসিসট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে বেতন ৫৬,১০০ থেকে ১,৪৪,৩০০ টাকা। টিউটরদের মাস গেলে মিলবে ৩৫,৮০০ থেকে ৯২,১০০ টাকা পর্যন্ত।

আবেদন পদ্ধতি :

অনলাইনেই করা যাবে আবেদন।

আবেদন ফি :

SC/ST/PWD প্রার্থীদের কোনও ফি লাগবে না। বাকিদের ১৬০ টাকা করে দিতে হবে।

নির্বাচন পদ্ধতি :

ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

আবেদন করার শেষ তারিখ :

১ অগাস্ট অবধি করা যাবে আবেদন।

এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন

আবেদন করতে ক্লিক করুন

Next Article