Medical Officer Recruitment: স্বাস্থ্য ক্ষেত্রে বড় নিয়োগ রাজ্যের, প্রকাশিত হল তালিকা

TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার

Sep 22, 2022 | 2:27 AM

Job news: রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে বড় নিয়োগ হতে চলেছে। স্বাস্থ্য দফতর থেকে ১০৯৭ জন মেডিক্যাল অফিসারের নিয়োগ তালিকা প্রকাশ করা হয়েছে।

Medical Officer Recruitment: স্বাস্থ্য ক্ষেত্রে বড় নিয়োগ রাজ্যের, প্রকাশিত হল তালিকা
স্বাস্থ্যে নিয়োগ

Follow Us

কলকাতা:  রাজ্যে নিয়োগের (Job Alert) ক্ষেত্রে সুখবর নিয়ে এল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। এবার রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে বড় নিয়োগ হতে চলেছে।  মোট ১০৯৭ জন মেডিক্যাল অফিসারের নিয়োগ তালিকা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, এর আগেই মোট ১৮০৩ জনের শূন্যপদের কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্যের স্বাস্থ্য ভবন (Swastha Bhavan)। সেখান থেকে মোট ১৫৩৬ জনকে ডাকা হয়েছিল ইন্টারভিউয়ের জন্য। সেখান থেকে ১১০৩ জনের প্যানেল তৈরি করা হয়েছিল। যদিও সেই প্যানেলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা করে জিডিএম‌ও চাকরিপ্রার্থীদের একাংশ। সেই মামলা এখনও চলছে। আর এর‌ই মধ্যে ১০৯৭ জনের নিয়োগ তালিকা প্রকাশ করল রাজ্য।

উল্লেখ্য, সম্প্রতি কলকাতা পুরনিগমের তরফ থেকেও মেডিক্যাল অফিসার নিয়োগের কথা ঘোষণা করা হয়েছিল। কলকাতা শহরের বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির জন্য এই মেডিক্যাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুরনিগম। আগামী ২৩ অক্টোবর কলকাতা পুরনিগমের তরফে মেডিক্যাল অফিসার নিয়োগের জন্য ওয়াক-ইন-ইন্টারভিউ-এর আয়োজন করা হয়েছে। পুরনিগমের এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক বলে জানানো হয়েছিল। কলকাতা পুরনিগমের থেকে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল ৬৭ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। তবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া চুক্তিভিত্তিক বলে জানানো হয়েছিল। শুধু তাই নয়, ইন্টারভিউয়ের সময় এই শূন্যপদ খানিক বদলও হতে পারে বলে জানানো হয়েছিল ওই বিজ্ঞপ্তিতে।

এবার রাজ্য স্বাস্থ্য ভবন থেকে এক হাজারেরও বেশি মেডিক্যাল অফিসার নিয়োগ করা হতে চলেছে। স্বাস্থ্য ভবন থেকে মোট ১০৯৭ জনের চাকরিপ্রার্থীর নিয়োগের তালিকা প্রকাশ করেছে। প্যানেলে মোট নাম ছিল ১১০৩ জনের। সেই প্যানেলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা করা হয়েছে এবং সেই মামলা এখনও চলছে। আর এরই মধ্যে নিয়োগের তালিকা প্রকাশ করল রাজ্য সরকার।

 

বিস্তারিত আসছে…

Next Article