West Bengal Job: অষ্টম শ্রেণি পাশ! ১৩,৫০০ বেতনে চলছে গ্রুপ-ডি কর্মী নিয়োগ, ১৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Sep 30, 2021 | 4:54 PM

পশ্চিমবঙ্গ সরকারের মালদা জেলা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি বিভাগে গ্রুপ-সি এবং ডি পদে এবং আরও বেশকিছু বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ।

West Bengal Job: অষ্টম শ্রেণি পাশ! ১৩,৫০০ বেতনে চলছে গ্রুপ-ডি কর্মী নিয়োগ, ১৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

Follow Us

কলকাতা: আপনি অষ্টম শ্রেণি পাশ! চাকরির খোঁজ করছেন, তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গ সরকারের মালদা জেলা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি বিভাগে গ্রুপ-সি এবং ডি পদে এবং আরও বেশকিছু বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার মানুষই এই পদে আবেদন করতে পারবেন।

 

পদের নাম, বেতন, শিক্ষাগত যোগ্যতা

লোয়ার ডিভিশল অ্যাসিস্টেন্ট কাম অ্যাকাউন্টেন্ট কাম অফিসার মাস্টার পদে মোট শূন্য পদের সংখ্যা ১টি। এই পদের জন্য প্রার্থীকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি কম্পিউটারে ডিপ্লোমা এবং প্রতি মিনিটে ২০টি ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
নির্বাচিত প্রার্থীর বেতন প্রতি মাসে ১৩,৫০০ টাকা।

 

পদের নাম, বেতন, শিক্ষাগত যোগ্যতা

লোয়ার ডিভিশন অ্যাসিস্টেন্ট কাম ক্যাশিয়ার পদে মোট শূন্যপদ ১টি। এই পদের জন্য আবেদনকারীকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশের পাশাপাশি কম্পিউটারে ডিপ্লোমা এবং ইংরেজিতে মিনিটে ২০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
এই পদে নির্বাচিত প্রার্থীর বেতন মাসিক ১৩,৫০০ টাকা।

পদের নাম, বেতন, শিক্ষাগত যোগ্যতা

গ্রুপ-ডি পদে মোট শূন্যপদ ১টি। এই পদের জন্য আবেদনকারীকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ করতে হবে। এই পদে নির্বাচিত প্রার্থীর বেতন মাসিক ১২,০০০ টাকা।

 

বয়স, আবেদন পদ্ধতি, আবেদন ফি এবং আবেদনের ঠিকানা

সমস্ত পদের জন্যই প্রার্থীদের বয়স ০১/০১/২০২১ এর মধ্যে ১৮ থেকে ৩৭ বছর পূর্ণ হতে হবে। প্রার্থীদের অবেদন করতে হবে অফলাইনে। মুখবন্ধ খামে আবেদনপত্রটি স্পিড পোস্ট বা সাধারণ পোস্ট, রেজিস্টার পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা Office of the Chairman, District Legal Service Authority, Malda। আবেদন পত্রের সঙ্গে পাসপোর্ট সাইজ রঙিন ছবি, সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং রেজাল্ট, সেলফ অ্যাটেস্টেড এবং পোস্টাল স্ট্যাম্প দেওয়া একটি এনভেলপ পাঠাতে হবে।
আবেদনের জন্য প্রার্থীদের গ্রুপ-ডি পদে ২০০ টাকা এবং বাকি দুটি পদের জন্য ৩০০ টাকা জমা দিতে হবে। আবেদন করার শেষ তারিখ আগামী ১৫ নভেম্বর ২০২১ বিকেল ৫টা।

আরও পড়ুন: West Bengal Job: বিনামূল্যে ভারতীয় রেলে প্রশিক্ষণের সুযোগ, দেওয়া হবে প্রতি মাসে স্টাইপেন্ড

Next Article