কলকাতা: করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকে বিভিন্ন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে শুরু করেছে। এবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। অধ্যক্ষ, অধ্যাপক সহ একাধিক পদে নিয়োগ করা হবে। অগস্ট মাসের ১ তারিখ অবধি এই পদে আবেদন করা যাবে। সাধারণ পরীক্ষার্থীদের জন্য আবেদন ফি ১৬৫ টাকা। সংরক্ষিতদের কোনও আবেদন ফি লাগবে না। পিএসসির ওয়েবসাইট wbpsc.gov.in – এ গিয়ে সংশ্লিষ্ট পদগুলির জন্য আবেদন করা যাবে কোন কোন পদে নিয়োগ হবে, এবং তাঁর শিক্ষাগত যোগ্যতা কী এক নজরে দেখে নেওয়া যাক…
১) অধ্যক্ষ
শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নার্সিং নিয়ে স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে এবং শিক্ষক হিসেবে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্যপদ: ১টি
বয়স: আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২২ এর হিসেবে ৫৫ বছরের মধ্যে হতে হবে
বেতন- ৯৫,১০০- ১,৪৮,০০০ টাকা
২) অধ্যাপক এবং সহ অধ্যক্ষ
শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নার্সিং নিয়ে স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে এবং শিক্ষক হিসেবে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্যপদ: ১টি
বয়স: আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২২ এর হিসেবে ৫০ বছরের মধ্যে হতে হবে
বেতন: ৬৭,৩০০ – ১,৭৩,২০০ টাকা
৩) অ্যাসোসিয়েট প্রফেসর
শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নার্সিং নিয়ে স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে এবং শিক্ষক হিসেবে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্যপদ: ২টি
বয়স: আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২২ এর হিসেবে ৫০ বছরের মধ্যে হতে হবে
বেতন: ৬৭,৩০০ – ১,৭৩,২০০ টাকা
৪) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নার্সিং নিয়ে স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে এবং শিক্ষক হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্যপদ: ৩টি
বয়স: আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২২ এর হিসেবে ৩৬ বছরের মধ্যে হতে হবে
বেতন: ৫৬,১০০ – ১,৭৩,২০০ টাকা
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।