কলকাতা: রাজ্য়ে ফের তৈরি হল কর্মসংস্থানের সুযোগ। এবার পশ্চিমবঙ্গ বস্ত্র শিল্প দফতরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। বস্ত্র শিল্প দফতরে একাধিক শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে। এই চাকরির আরও একটি সুবিধা হল এর জন্য কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনি এই শূন্যপদে নিয়োগের জন্য আবেদন করতে পারেন। বিস্তারিত তথ্য জানার জন্য পশ্চিমবঙ্গ বস্ত্র শিল্প দফতরের অফিশিয়াল ওয়েবসাইট https://www.westbengalhandloom.org – এ ক্লিক করতে পারেন।
সংস্থার নাম– ডিরেক্টরেট অব টেক্সটাইল
ক্লাস্টার ডেভেলপমেন্ট একজিকিউটিভ -মোট তিনটি শূন্যপদ রয়েছে।
মাস্টারস ট্রেনার – মোট তিনটি শূন্যপদ রয়েছে।
হেল্পার- মোট তিনটি শূন্যপদ রয়েছে।
এই পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন শুরু হবে ১৫ হাজার টাকা থেকে। সর্বোচ্চ বেতন ৩৫ হাজার টাকা।
মাস্টার্স ট্রেনার ও হেল্পার পদে যারা আবেদন করবেন, তাদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে।
ক্লাস্টার ডেভেলপমেন্ট এগজিকিউটিভ পদে যারা আবেদন করবেন, তাদের বয়স ৩৮ বছরের মধ্যে হতে হবে।
এই পদে আবেদনকারীদের কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী নির্বাচন করা হবে। আগামী ৫ ডিসেম্বর ওয়াক-ইন ইন্টারভিউ হবে।
ডিরেক্টরেট অব টেক্সটাইল, সপ্তম তল, এনএস বিল্ডিং, এ ব্লক, কে এস রায় রোড, কলকাতা- ৭০০০০১