Railway Recruitment 2022: ওয়েস্টার্ন রেলওয়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কীভাবে আবেদন করবেন?

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Sep 02, 2022 | 9:00 AM

recruitment: তবে এখানে সংরক্ষিতদের জন্য বিশেষ কোনও সংরক্ষণ নেই। ৫ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ৪ অক্টোবর অবধি আবেদন প্রক্রিয়া চলবে।

Railway Recruitment 2022: ওয়েস্টার্ন রেলওয়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কীভাবে আবেদন করবেন?
ছবি: সংগৃহীত

Follow Us

ক্রীড়াবিদদের জন্য সুখবর। রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিম রেলওয়েতে ২১টি পদে কর্মী নিয়োগ করা হবে। তবে এখানে সংরক্ষিতদের জন্য বিশেষ কোনও সংরক্ষণ নেই। ৫ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ৪ অক্টোবর অবধি আবেদন প্রক্রিয়া চলবে। আবেদনকারীদের আধার কার্ড থাকা বাধ্যতামূলক। আবেদনের জন্য ১২ সংখ্যার আধার নম্বর প্রয়োজন। যাদের আধার কার্ড নেই তাদের ক্ষেত্রে আধার আবেদন নম্বর প্রয়োজন। এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য় তথ্য এক নজরে দেখে নেওয়া যাক।

শিক্ষাগত যোগ্যতা

লেভেল ৪-৫: যে কোনও শাখায় স্নাতক হতে হবে।

লেভেল ২-৩: যে কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস হতে হবে।

বয়স: আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্য হতে হবে।

বেতন: ২৫৫০০-৮১১০০ টাকা

খেলায় কৃতিত্ব:

১/৪/২০২০ থেকে ৩০/৮/২০২২ অবধি বিভিন্ন চ্যাম্পিয়নশিপে ক্রীড়াবিদদের অর্জিত কৃতিত্ব ব্যবহার করে আবেদন করা যাবে। ক্রীড়াবিদের ভূমিকা আবেদন যথাযথভাবে উল্লেখ করা প্রয়োজন।

বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

Next Article