Medical Syllabus: ডাক্তারি পড়ুয়াদের পাঠ্যক্রমেও রামায়ণ-মহাভারত, নির্দেশিকা UGC-র

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Apr 14, 2023 | 11:31 PM

ছয়টি বেদাঙ্গ অর্থাৎ শিক্ষা, ব্যাকরণ, চন্দস, নিরুক্ত, জ্যোতিষ এবং কল্প যোগ করা হয়েছে।

Medical Syllabus: ডাক্তারি পড়ুয়াদের পাঠ্যক্রমেও রামায়ণ-মহাভারত, নির্দেশিকা UGC-র
প্রতীকি ছবি।

Follow Us

নয়া দিল্লি: এবার ডাক্তারি পড়ুয়াদের পাঠ্যক্রমেও থাকবে রামায়ণ, মহাভারত। এমনই নির্দেশিকা জারি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)। ডাক্তারি পড়ুয়াদের মধ্যেও ভারতীয় জ্ঞান বৃদ্ধি করতে আইকেএস প্রোগ্রামের অধীনেই এই বিশেষ নির্দেশিকা জারি করেছে UGC।

ইউজিসি-র বিজ্ঞপ্তি অনুসারে, যে সমস্ত ছাত্রছাত্রীরা মেডিকেলে ইউজি প্রোগ্রামে নথিভুক্ত হয়েছেন তারা প্রথম বছরে ভারতীয় মেডিকেল কাউন্সিলে একটি ক্রেডিট কোর্স করতে পারেন। সেই কোর্সের অধীনে শিক্ষার্থীদেরে আয়ুর্বেদ, যোগ এবং প্রাকৃতিক চিকিৎসা, ইউনানি, সিদ্ধ এবং হোমিওপ্যাথির প্রাথমিক জ্ঞান প্রদান করা হবে।

কী কী ধর্মগ্রন্থ অন্তর্ভুক্ত করা হবে?
ইউজিসি-র নির্দেশিকায় কিছু মডেল পাঠ্যক্রমের উল্লেখ করা হয়েছে। যা UG এবং PG উভয় কোর্সের জন্যই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা যেতে পারে। এই পাঠ্যক্রমের মধ্যে রয়েছে, ভারতীয় সভ্যতার মৌলিক সাহিত্য। যার মধ্যে রয়েছে বৈদিক গ্রন্থ, ইতিহাস, রামায়ণ এবং মহাভারতের বিষয়বস্তু। বৈদিক যুগ থেকে বিভিন্ন অঞ্চলের ভক্তি, ঐতিহ্য সহ জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম সহ ভারতীয় দর্শনের ভিত্তিমূলক গ্রন্থগুলিও অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া বেদাঙ্গ এবং ভারতীয় জ্ঞান ব্যবস্থাও অন্তর্ভুক্ত করা হবে বলে নির্দেশিকায় জানিয়েছে ইউজিসি। ছয়টি বেদাঙ্গ অর্থাৎ শিক্ষা, ব্যাকরণ, চন্দস, নিরুক্ত, জ্যোতিষ এবং কল্প যোগ করা হয়েছে। আবার ভারতীয় জ্ঞান ব্যবস্থায় আয়ুর্বেদ, স্থাপত্য, নাট্যশাস্ত্র, ধর্মশাস্ত্র, অর্থনীতি ইত্যাদিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

Next Article