PM Modi-Mary Millben: ‘শ্রেষ্ঠ নেতা মোদী’, ৩ রাজ্যে বিজেপির জয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন মার্কিন গায়িকার

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 04, 2023 | 9:44 AM

Assembly Election 2023 Results: এর আগেও প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা শোনা গিয়েছিল আফ্রিকান-আমেরিকান গায়িকার গলায়। গত সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যখন আফ্রিকান ইউনিয়নকে জি-২০-র সদস্যপদ দেয় ভারত, তখনও প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছিলেন মিলবেন।

PM Modi-Mary Millben: শ্রেষ্ঠ নেতা মোদী, ৩ রাজ্যে বিজেপির জয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন মার্কিন গায়িকার
মার্কিন গায়িকার সঙ্গে প্রধানমন্ত্রী মোদী। ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আগেই বড় জয় বিজেপির। চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে রবিবার, তাতে তিন রাজ্যেই জয়ী হয়েছে বিজেপি। কেন্দ্রের শাসক দলের এই জয়ের পরই শুভেচ্ছাবার্তা উপচে পড়ছে। এবার বিদেশ থেকেও এল শুভেচ্ছা। আফ্রিকান-আমেরিকান গায়িকা তথা অভিনেত্রী মেরি মিলবেন বিজেপির জয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

মার্কিন গায়িকা মেরি মিলবেন এক্স হ্যান্ডেলে লেখেন, “ভারতে আজ নির্বাচনের ফলাফল বেরিয়েছে। বিজেপি রাজস্থান, মধ্য প্রদেশ ও ছত্তীসগঢ়ে জয়ী হয়েছে বিজেপি। ২০২৪ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপুল জয়েরই বার্তা দিয়েছে এই ফলাফল।”

প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে মিলবোর্ন লেখেন, “ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য উনি শ্রেষ্ঠ নেতা।”

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা শোনা গিয়েছিল আফ্রিকান-আমেরিকান গায়িকার গলায়। গত সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যখন আফ্রিকান ইউনিয়নকে জি-২০-র সদস্যপদ দেয় ভারত, তখনও প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছিলেন মিলবেন। সেই সময় ভিডিয়ো বার্তায় তিনি বলেছিলেন, “জি-২০তে আফ্রিকান ইউনিয়নকে সদস্য় হিসাবে অন্তর্গত করার প্রস্তাব দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেক ধন্যবাদ।”

গত জুন মাসে প্রধানমন্ত্রী মোদী যখন মার্কিন সফরে গিয়েছিলেন, সেই অনুষ্ঠানে ভারতের জাতীয় সঙ্গীত গেয়েছিলেন মিলবেন ।

Next Article