SIR in Bengal: হিয়ারিংয়ে আসা নিয়ে বড় পদক্ষেপের পথে কমিশন, সুবিধা পাবেন পরিযায়ী শ্রমিকরা
Hearing issue: হিয়ারিংয়ের জন্য কাদের শুনানিকেন্দ্রে আসতে হবে না, তা নিয়ে এর আগে বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। সেখানে তারা জানায়, ৮৫ বছরের বেশি বয়সি, হাসপাতালে ভর্তি রোগী এবং সন্তানসম্ভবাদের শুনানিকেন্দ্রে আসতে হবে না। এমনকি, বিশেষভাবে সক্ষমদেরও শুনানিকেন্দ্রে আসার দরকার নেই। তাঁদের বাড়িতে গিয়ে শুনানি করবেন কমিশনের লোকজন।

কলকাতা: হিয়ারিং প্রক্রিয়া শুরু থেকেই সরব হয়েছিল তৃণমূল। হিয়ারিংয়ের জন্য ভিনরাজ্য থেকে কেন পরিযায়ী শ্রমিকদের আসতে হবে, সেই প্রশ্ন তুলেছিল। তাঁদের ভার্চুয়ালি হিয়ারিংয়েরও দাবি জানিয়েছিল। অবশেষে পরিযায়ী শ্রমিক ও বিদেশে থাকা ভোটারদের জন্য বড় পদক্ষেপ করছে জাতীয় নির্বাচন কমিশন। তাঁদের জন্য হিয়ারিংয়ের নিয়ম শিথিল করছে। কী সিদ্ধান্ত নিচ্ছে কমিশন?
এবার ভিনরাজ্যে থাকা পরিযায়ী শ্রমিক ও বিদেশে থাকা ভোটারদের শুনানিকেন্দ্রে আসতে হবে না। শুনানির জন্য তাঁদের বাড়ির সদস্য শুনানিকেন্দ্রে গেলেই হবে। সংশ্লিষ্ট ব্যক্তি নিজে শুনানিতে না এলেও তাঁর নথি গ্রহণযোগ্য হবে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কমিশন। এসপ্তাহেই এবিষয়ে কমিশন বিশেষভাবে প্রচারও করবে। কমিশনের এই পদক্ষেপে সুবিধা হবে পরিযায়ী শ্রমিকদের।
হিয়ারিং প্রক্রিয়া শুরু হওয়ার পরই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে গিয়েছিলেন তৃণমূলের প্রতিনিধিরা। তাঁরা পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা তুলে ধরেন। হিয়ারিংয়ের জন্য যাতায়াতে যে খরচ হবে, তা কে দেবে, সেই প্রশ্ন তুলেছিলেন। এমনকি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যদি সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি শুনানি হতে পারে, তাহলে পরিযায়ী শ্রমিকদের হিয়ারিং কেন ভার্চুয়ালি হবে না? এই নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের দফতরেও দাবি জানিয়েছিল তৃণমূল।
হিয়ারিংয়ের জন্য কাদের শুনানিকেন্দ্রে আসতে হবে না, তা নিয়ে এর আগে বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। সেখানে তারা জানায়, ৮৫ বছরের বেশি বয়সি, হাসপাতালে ভর্তি রোগী এবং সন্তানসম্ভবাদের শুনানিকেন্দ্রে আসতে হবে না। এমনকি, বিশেষভাবে সক্ষমদেরও শুনানিকেন্দ্রে আসার দরকার নেই। তাঁদের বাড়িতে গিয়ে শুনানি করবেন কমিশনের লোকজন। এবার পরিযায়ী শ্রমিক ও বিদেশে থাকা ভোটারদের নিয়েও বড় পদক্ষেপ করছে কমিশন।
