AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shantanu Thakur: মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে এবার রাষ্ট্রপতির দরবারে যাচ্ছেন শান্তনু

Shantanu Thakur will meet President: কয়েকদিন আগে শান্তনু ঠাকুর আবার বলেছিলেন, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের নাম বাদ দিতে গিয়ে যদি মতুয়া সম্প্রদায়ের এক লক্ষ মানুষের নাম বাদ যায়, তবে তা মেনে নেওয়া উচিত। তাঁর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক তরজাও বাধে। এই আবহে রাষ্ট্রপতির সঙ্গে শান্তনু ঠাকুরের নেতৃত্বে মতুয়া প্রতিনিধি দলের দেখা করা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Shantanu Thakur: মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে এবার রাষ্ট্রপতির দরবারে যাচ্ছেন শান্তনু
শান্তনু ঠাকুর (বাঁদিকে), রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (ডানদিকে)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 06, 2026 | 10:03 PM
Share

কলকাতা: এসআইআর-র পর কি চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে? এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে মতুয়াদের একটা বড় অংশে। এসআইআর-এ মতুয়াদের নাম বাদ যাওয়া নিয়ে বিজেপিকে লাগাতার নিশানা করে চলেছে তৃণমূল কংগ্রেস। এই আবহে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হচ্ছেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর। আগামিকাল (বুধবার) সকালের ১০টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন শান্তনু ঠাকুর। তাঁর সঙ্গে থাকবেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের ৬ প্রতিনিধি। মতুয়াদের নাগরিকত্ব দেওয়া নিয়ে রাষ্ট্রপতির কাছে তাঁরা আবেদন জানাতে পারেন বলে জানা গিয়েছে।

এসআইআর পর্বে মতুয়াদের নাগরিকত্ব ও ভোটারাধিকার নিয়ে নানা চর্চা চলছে। প্রশ্ন উঠছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁয় গিয়ে সভা করেছেন। মতুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছেন। একইসঙ্গে বিজেপিকে এই নিয়ে নিশানা করেছেন। তৃণমূলের নেতারাও মতুয়াদের ভোটাধিকার নিয়ে প্রায় প্রতিদিন বিজেপিকে আক্রমণ করে চলেছে।

কয়েকদিন আগে শান্তনু ঠাকুর আবার বলেছিলেন, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের নাম বাদ দিতে গিয়ে যদি মতুয়া সম্প্রদায়ের এক লক্ষ মানুষের নাম বাদ যায়, তবে তা মেনে নেওয়া উচিত। তাঁর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক তরজাও বাধে। এই আবহে রাষ্ট্রপতির সঙ্গে শান্তনু ঠাকুরের নেতৃত্বে মতুয়া প্রতিনিধি দলের দেখা করা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিন শান্তনু জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে মতুয়া সমাজের তরফ থেকে কিছু আর্জি পেশ করা হবে। প্রতিনিধি দলে থাকবেন শান্তনু-সহ সাত জন। মতুয়াদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের বিষয়েও আর্জি জানানো হবে। মতুয়াদের নাগরিকত্ব সংক্রান্ত বিষয়েও কথা হতে পারে বলে মতুয়া মহাসঙ্ঘ সূত্রের দাবি।