হুগলি: শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল , এই তিনটি পুরনিগমের তুলনায় কার্যত বেশ অনেকটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে চন্দননগরে (Chandan Nagar Municipal Election 2022)। সেখানকার ৩১ নম্বর ওয়ার্ড থেকে ইতিমধ্যেই জয়লাভ করেছেন মুন্না আগরওয়াল। গঙ্গাপাড়ের চন্দননগরে ভাগ্য গণনা হয় ১১৭ জন প্রার্থীর। এই পুরনিগমে ভোটার ১ লক্ষ ৪৪ হাজার। সূত্রের খবর চন্দননগরে ৬-১১ রাউন্ড ভোটগণনা হয়েছে। গঙ্গাপাড়ের শহরতলিতে কার্যত সবুজ ঝড়। মোট ৩৩ টি ওয়ার্ডের মধ্যে ১টি ছাড়া বাকি সবকয়টি ওয়ার্ডে জয়লাভ করেছে তৃণমূলই। সোমবার ভোটগণনা শুরু হওয়ার পর দেখা যাচ্ছিল, চন্দননগরের ৫ এবং ৬ নম্বর ওয়ার্ডে এগিয়ে সিপিএম। ধীরে ধীরে বেলা বাড়তে দেখা যায়, ১, ১২, ১৪, ১৮ এবং ২০ ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। চন্দননগরের প্রাক্তন মেয়র তথা তৃণমূল প্রার্থী রাম চক্রবর্তী (Ram Chakraborty) পুরভোটের ফলাফলের ধরন দেখে বলেন, “এখানে বিজেপি থাকবে না। ৩০ নং ওয়ার্ডে রেকর্ড মার্জিনে জিতব আমি। দ্বিতীয় স্থানের জন্য লড়াইটাই চলছে।” সার্বিকভাবে, এই পুরনিগমে বামেদের ভোট শতাংশ নজরকাড়া। বিজেপি ও কংগ্রেস কার্যত ধুয়ে-মুছে সাফ। কাজে আসেনি নির্দল ‘ফান্ডা’ও। চন্দননগরে দ্বিতীয় স্থানেই বাম শিবির। তাই পরাজয় ঘটলেও মনোবল ভাঙতে নারাজ বাম শিবির।
চন্দননগর কানাইলাল বিদ্যামন্দিরে শ্রী কুমার ভট্টাচার্য্য ভবনের দুটি হলে ২০ টি টেবিলে ভোট গণনা শুরু হয়। প্রথমে ১ থেকে ২১ নম্বর ওয়ার্ডের গণনা হয়। গণনা কেন্দ্রে আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। গণনা কেন্দ্রের সামনের সব রাস্তা ব্যারিকেড করে দেওয়া হয়। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গণনা কেন্দ্রের এলাকা।
গত পুরসভা নির্বাচনে, ২১ টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল। ৭টি আসন জয় করে দ্বিতীয় স্থানে ছিল সিপিএম। তৃতীয় স্থানে কংগ্রেস ও বিজেপি পেয়েছিল মোটে ১ টি আসন। এ বারে, কংগ্রেস ও বিজেপি এই পুরনিগমে একটিও আসন পায়নি। দেখুন চন্দননগরের পুরভোটের ফলাফল একনজরে…
ওয়ার্ড | জয়ী | দ্বিতীয় স্থান |
---|---|---|
ওয়ার্ড-১ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-২ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-৩ | তৃণমূল | নির্দল |
ওয়ার্ড-৪ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-৫ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-৬ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-৭ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-৮ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-৯ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-১০ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-১১ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-১২ | তৃণমূল | কংগ্রেস |
ওয়ার্ড-১৩ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-১৪ | তৃণমূল | বিজেপি |
ওয়ার্ড-১৫ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-১৬ | বাম | তৃণমূল |
ওয়ার্ড-১৭ | – | – |
ওয়ার্ড-১৮ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-১৯ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-২০ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-২১ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-২২ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-২৩ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-২৪ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-২৫ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-২৬ | তৃণমূল | বিজেপি |
ওয়ার্ড-২৭ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-২৮ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-২৯ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-৩০ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-৩১ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-৩২ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-৩৩ | তৃণমূল | বাম |