পানাজি: গোয়া বিধানসভা নির্বাচনের আর এক সপ্তাহও বাকি নেই। এখন শেষ মুহূর্তে তুঙ্গে রাজনৈতিক দলগুলির প্রচার। গোয়াতে কংগ্রেস, বিজেপির মতো রাজনৈতিক দলগুলির পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, অরবিন্দ কেজরীবালে আম আদমি পার্টির মতো রাজনৈতিক দলগুলিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রথম থেকেই কংগ্রেসের দাবি ছিল, বিজেপিকে সুবিধা করে দিতেই মাঠে নেমেছে এই দলগুলি। সোমবার, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছেন, আম আদমি পার্টি ও তৃণমূলের মতো দলগুলি গোয়াতে ‘বহিরাগত’। প্রিয়াঙ্কার দাবি, এই দলগুলি বিস্তৃত হতেই গোয়াতে এসেছে।
“আম আদমি পার্টি এবং তৃণমূলের মতো দল গোয়াতে স্থায়ী সরকার গঠন করতে পারবে না। কারণ তাঁরা বাইরে থেকে এসেছে। নিজেদের দলের পরিধি বাড়াতেই তারা গোয়াতে এসেছে। গোয়ার উন্নয়নের জন্য তারা কেউ এখানে কেউ আসেনি। সমস্ত দল যারা আপনার সরকারকে অস্থিতিশীল করতে এসেছে, বাইরে থেকে যারা আসে তারা গোয়া চালাতে পারবে না।” সোমবার গোয়ার সান্তা ক্রুজ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে গিয়ে এভাবেই কটাক্ষ করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক।
গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে জোট বেঁধে এবারে বিধানসভা ভোটে ময়দানে নেমেছে কংগ্রেস। ৪০ আসনের গোয়া বিধানসভাতে ৩৭ আসনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে বাকি ৩ টে আসনে বিজয় সরদেশাইয়ের গোয়া ফরওয়ার্ড পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোমবার প্রিয়াঙ্কা দক্ষিণ গোয়ার মাজোর্দা, নুভেম এবং নাভেলিম ও উত্তর গোয়ার সেন্ট আন্দ্রে, সেন্ট ক্রুজ, কুম্ভরজুয়া এবং পানাজিতে ভোট প্রচার করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, মানুষ ও রাজনৈতিক দলগুলির মধ্যে উন্নয়ন নিয়ে কথা হওয়া উচিৎ। এদিন বেকারত্ব নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, “নেতিবাচক জিনিস নিয়ে আলোচনা হওয়া অপ্রয়োজনীয় যেখানে মহিলারা কী পোশাক পড়বে তা বলে দেওয়া হবে। এরা আপনাদের জন্য ধর্মের নতুন সংজ্ঞা তৈরি করছে, এটা হওয়া উচিৎ নয়।”
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
পানাজি: গোয়া বিধানসভা নির্বাচনের আর এক সপ্তাহও বাকি নেই। এখন শেষ মুহূর্তে তুঙ্গে রাজনৈতিক দলগুলির প্রচার। গোয়াতে কংগ্রেস, বিজেপির মতো রাজনৈতিক দলগুলির পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, অরবিন্দ কেজরীবালে আম আদমি পার্টির মতো রাজনৈতিক দলগুলিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রথম থেকেই কংগ্রেসের দাবি ছিল, বিজেপিকে সুবিধা করে দিতেই মাঠে নেমেছে এই দলগুলি। সোমবার, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছেন, আম আদমি পার্টি ও তৃণমূলের মতো দলগুলি গোয়াতে ‘বহিরাগত’। প্রিয়াঙ্কার দাবি, এই দলগুলি বিস্তৃত হতেই গোয়াতে এসেছে।
“আম আদমি পার্টি এবং তৃণমূলের মতো দল গোয়াতে স্থায়ী সরকার গঠন করতে পারবে না। কারণ তাঁরা বাইরে থেকে এসেছে। নিজেদের দলের পরিধি বাড়াতেই তারা গোয়াতে এসেছে। গোয়ার উন্নয়নের জন্য তারা কেউ এখানে কেউ আসেনি। সমস্ত দল যারা আপনার সরকারকে অস্থিতিশীল করতে এসেছে, বাইরে থেকে যারা আসে তারা গোয়া চালাতে পারবে না।” সোমবার গোয়ার সান্তা ক্রুজ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে গিয়ে এভাবেই কটাক্ষ করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক।
গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে জোট বেঁধে এবারে বিধানসভা ভোটে ময়দানে নেমেছে কংগ্রেস। ৪০ আসনের গোয়া বিধানসভাতে ৩৭ আসনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে বাকি ৩ টে আসনে বিজয় সরদেশাইয়ের গোয়া ফরওয়ার্ড পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোমবার প্রিয়াঙ্কা দক্ষিণ গোয়ার মাজোর্দা, নুভেম এবং নাভেলিম ও উত্তর গোয়ার সেন্ট আন্দ্রে, সেন্ট ক্রুজ, কুম্ভরজুয়া এবং পানাজিতে ভোট প্রচার করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, মানুষ ও রাজনৈতিক দলগুলির মধ্যে উন্নয়ন নিয়ে কথা হওয়া উচিৎ। এদিন বেকারত্ব নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, “নেতিবাচক জিনিস নিয়ে আলোচনা হওয়া অপ্রয়োজনীয় যেখানে মহিলারা কী পোশাক পড়বে তা বলে দেওয়া হবে। এরা আপনাদের জন্য ধর্মের নতুন সংজ্ঞা তৈরি করছে, এটা হওয়া উচিৎ নয়।”
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা