পানাজি: তিনদিন পরেই গোয়ায় বিধানসভা নির্বাচন। সৈকত শহরে নির্বাচনের সুর বেঁধে দিতে এবার প্রচারের ময়দানে নামছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই। গতকালই গোয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার সেরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, বৃহস্পতিবার তিনি গোয়ার মাপুসা কেন্দ্রে বিশাল জনসভায় অংশ নেবেন। বিজেপির তরফে প্রকাশিত সাংবাদিক বিবৃতিতে জানানো হয়েছে, আজ বিকেল ৫টায় তিনি মাপুসার বোগদেশ্বর ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন। ়
আগামী ১৪ তারিখ গোয়ার বিধানসভা নির্বাচন। কমিশনের নির্দেশ অনুযায়ী, নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকে কোনও প্রকার প্রচার চালানো যাবেনা। তাই প্রচারে নিষেধাজ্ঞা জারি হওয়ার একদিন আগেই গোয়ার জনগণের উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই দলের তরফে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। আজ বিকেল ৫টায় প্রধানমন্ত্রী মাপুসার বোগদেশ্বর ময়দানে বক্তব্য রাখবেন।
সাংবাদিক বিবৃতিতে জানানো হয়েছে, মাপুসায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শহরজুড়ে হোর্ডিং লাগানো হয়েছে। সভা মঞ্চও বিশাল প্য়ান্ডেল ও সুন্দর আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। প্রধানমন্ত্রীর এই ব়্যালি সাধারণ মানুষের পাশাপাশি রাজ্য ও জাতীয় স্তরের সংবাদমাধ্যমগুলিরও দৃষ্টি আকর্ষণ করবে।
গোয়া বিজেপির তরফে জানানো হয়েছে, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষ যাতে সামাজিক দূরত্ব সহ যাবতীয় করোনাবিধি মেনেই প্রধানমন্ত্রীর সভঙায় অংশ গ্রহণ করতে পারেন, তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গতকালই উত্তর গোয়ার বিচোলিম কেন্দ্রে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন অমিত শাহ। সাধারণ মানুষের কাছে বিজেপি সরকারের সুশাসন ও ডবল ইঞ্জিন সরকারের উপযোগীতা তুলে ধরে ভোটের আবেদনও জানান। কংগ্রেসের সময়ের সঙ্গে বর্তমান বিজেপি সরকারের তুলনা টেনে তিনি বলেন, “কংগ্রেসের শাসন অস্থিরতা ও অরাজকতাতেই পরিপূর্ণ ছিল। অন্যদিকে বিজেপির শাসনে রয়েছে স্থিতাবস্থা ও উন্নয়ন। তাই আপনারাই সিদ্ধান্ত নিন, কোন দলকে চান।”
তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টিকে নাম না করেই কটাক্ষ করে অমিত শাহ বলেন, “অনেক ছোট ছোট দল এখানে এসেছে। আমি আপনাদের বলতে চাই যে এই দলগুলির ইতিহাস রয়েছে। যেখানেই তারা ক্ষমতায় এসেছে, কেন্দ্রের সঙ্গে লড়াই শুরু করেছে। মোদীজী প্রকল্প পাঠাতেন, কিন্তু সেগুলির বাস্তবায়ন হয় না।”
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
পানাজি: তিনদিন পরেই গোয়ায় বিধানসভা নির্বাচন। সৈকত শহরে নির্বাচনের সুর বেঁধে দিতে এবার প্রচারের ময়দানে নামছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই। গতকালই গোয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার সেরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, বৃহস্পতিবার তিনি গোয়ার মাপুসা কেন্দ্রে বিশাল জনসভায় অংশ নেবেন। বিজেপির তরফে প্রকাশিত সাংবাদিক বিবৃতিতে জানানো হয়েছে, আজ বিকেল ৫টায় তিনি মাপুসার বোগদেশ্বর ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন। ়
আগামী ১৪ তারিখ গোয়ার বিধানসভা নির্বাচন। কমিশনের নির্দেশ অনুযায়ী, নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকে কোনও প্রকার প্রচার চালানো যাবেনা। তাই প্রচারে নিষেধাজ্ঞা জারি হওয়ার একদিন আগেই গোয়ার জনগণের উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই দলের তরফে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। আজ বিকেল ৫টায় প্রধানমন্ত্রী মাপুসার বোগদেশ্বর ময়দানে বক্তব্য রাখবেন।
সাংবাদিক বিবৃতিতে জানানো হয়েছে, মাপুসায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শহরজুড়ে হোর্ডিং লাগানো হয়েছে। সভা মঞ্চও বিশাল প্য়ান্ডেল ও সুন্দর আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। প্রধানমন্ত্রীর এই ব়্যালি সাধারণ মানুষের পাশাপাশি রাজ্য ও জাতীয় স্তরের সংবাদমাধ্যমগুলিরও দৃষ্টি আকর্ষণ করবে।
গোয়া বিজেপির তরফে জানানো হয়েছে, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষ যাতে সামাজিক দূরত্ব সহ যাবতীয় করোনাবিধি মেনেই প্রধানমন্ত্রীর সভঙায় অংশ গ্রহণ করতে পারেন, তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গতকালই উত্তর গোয়ার বিচোলিম কেন্দ্রে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন অমিত শাহ। সাধারণ মানুষের কাছে বিজেপি সরকারের সুশাসন ও ডবল ইঞ্জিন সরকারের উপযোগীতা তুলে ধরে ভোটের আবেদনও জানান। কংগ্রেসের সময়ের সঙ্গে বর্তমান বিজেপি সরকারের তুলনা টেনে তিনি বলেন, “কংগ্রেসের শাসন অস্থিরতা ও অরাজকতাতেই পরিপূর্ণ ছিল। অন্যদিকে বিজেপির শাসনে রয়েছে স্থিতাবস্থা ও উন্নয়ন। তাই আপনারাই সিদ্ধান্ত নিন, কোন দলকে চান।”
তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টিকে নাম না করেই কটাক্ষ করে অমিত শাহ বলেন, “অনেক ছোট ছোট দল এখানে এসেছে। আমি আপনাদের বলতে চাই যে এই দলগুলির ইতিহাস রয়েছে। যেখানেই তারা ক্ষমতায় এসেছে, কেন্দ্রের সঙ্গে লড়াই শুরু করেছে। মোদীজী প্রকল্প পাঠাতেন, কিন্তু সেগুলির বাস্তবায়ন হয় না।”
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা